ব্রাজিলে ভোট গ্রহণ আজ, শেষ মুহূর্তের জরিপেও এগিয়ে লুলা

নির্বাচনী প্রচারণায় বর্তমান প্রেসিডেন্ট কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারো
ছবি: রয়টার্স

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের আগমুহূর্তে সর্বশেষ জরিপেও এগিয়ে সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। গতকাল শনিবার প্রকাশিত জরিপের ফলাফল সত্যি হলে প্রথম রাউন্ডের ভোটেই জয় নিশ্চিত করে ফেলতে পারেন লুলা। স্থানীয় সময় আজ রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে কয়েক দশকের মধ্যে এ নির্বাচন রাজনৈতিক মেরুকরণ গড়ে দিতে পারে। কারণ, এই নির্বাচনের মাধ্যমে ব্রাজিলের ভোটারেরা সিদ্ধান্ত নেবেন দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন কারাগারে থাকা বামপন্থী নেতা লুলা ক্ষমতায় ফিরবেন নাকি নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা কট্টর ডানপন্থী নেতা জাইর বলসোনারোই ক্ষমতায় থাকবেন।

গতকাল প্রকাশিত দুটি জরিপের ফলাফলে লুলা ভোটের সংখ্যায় এগিয়ে রাখা হয়েছে। জরিপের তথ্যমতে প্রথম রাউন্ডের ভোটেই ফলাফল নিশ্চিত হয়ে যাবে, রান–অফের প্রয়োজন পড়বে না। নির্বাচনী জরিপকারী সংস্থা আইপিইসির জরিপের ফলাফলে দেখা গেছে লুলার পক্ষে ৫১ শতাংশ বৈধ ভোটারের সমর্থন রয়েছে। ডাটাফোলহা নামে অন্য আরেকটি জরিপকারী সংস্থার ফলাফলে বলা হয়, লুলার পক্ষে ৫০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে।

গতকাল শনিবার এক নির্বাচনী প্রচারণার র‌্যালিতে লুলা ডা সিলভা
ছবি: রয়টার্স

ব্রাজিলের সবচেয়ে প্রতিষ্ঠিত এই দুই জরিপকারী সংস্থার সমীক্ষায় ২ শতাংশের ত্রুটি ধরা হয়। দুই সমীক্ষাতেই  লুলাকে বোলসোনারোর চেয়ে ১৪ শতাংশ পয়েন্টে এগিয়ে রাখা হয়েছে।

দেশটির নির্বাচনী নিয়ম অনুযায়ী প্রথম দফায় (আজ) কোনো প্রার্থী ৫০ শতাংশ বা তার বেশি ভোট না পেলে ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোট হবে। এতে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
লুলা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে ক্ষমতায় ছিলেন। দরিদ্র ও শ্রমিকবান্ধব পদক্ষেপের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। কিন্তু ক্ষমতা ছাড়ার পর দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৫৮০ দিন কারাভোগ করেন লুলা। যদিও পরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করা হয়েছিল। নির্বাচিত হলে ৭৬ বছর বয়সী এই নেতার প্রত্যাবর্তন দৃষ্টান্ত হয়ে থাকবে।