ক্রিপ্টোকারেন্সি নিয়ে পোস্ট দিয়ে বিপাকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট, অভিশংসনের দাবি
ক্রিপ্টোকারেন্সি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধে ‘জালিয়াতির’ অভিযোগ উঠেছে। এ জন্য তাঁকে আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হয়েছে। বিরোধীদের পক্ষ থেকে এখন প্রেসিডেন্টের অভিশংসনের দাবিও উঠেছে।
ঘটনাটি গত শুক্রবারের। ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্রিপ্টোকারেন্সি ‘$লিবরা’ নিয়ে একটি পোস্ট দেন হাভিয়ের মিলেই। তিনি বলেন, ক্ষুদ্র বাণিজ্য ও স্টার্টআপগুলোর তহবিল সংগ্রহে সহায়তায় তাঁর এই পোস্ট।
ওই পোস্টে ক্রিপ্টোকারেন্সিটি কেনার জন্য একটি লিংক জুড়ে দেন হাভিয়ের মিলেই। এতে ওই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়ে যায়। কয়েক ঘণ্টা পর এক্স থেকে পোস্ট সরিয়ে নেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এতে ক্রিপ্টোকারেন্সিটির দরপতন ঘটে। বিনিয়োগকারীরা তাঁদের বেশির ভাগ লগ্নি হারান।
এ কারণে আইনি ঝামেলায় জড়িয়েছেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। গত রোববার আর্জেন্টিনার একটি আদালতে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন আইনজীবীরা। এদিকে আর্জেন্টিনার কংগ্রেসের কয়েকজন বিরোধী সদস্য হাভিয়ের মিলেইয়ের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।
অনলাইনে অনেকে অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ‘রাগ পুলে’ জড়িত। এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সংশ্লিষ্টরা ক্রেতাদের আকর্ষণ করেন। ব্যবসায়িক কার্যকলাপ বন্ধ করে দিতে এবং বিক্রি থেকে সংগ্রহ করা অর্থ থেকে লাভবান হতে এমনটা করা হয়।
আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তর গত শনিবার জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি চালু হওয়ার পর থেকে এ নিয়ে সমালোচনা রয়েছে। এটি এড়াতে পোস্টটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
আরও বলা হয়, ক্রিপ্টোকারেন্সির উন্নয়নে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই জড়িত ছিলেন না। সরকারের দুর্নীতি দমন দপ্তর এ বিষয়ে তদন্ত করবে এবং প্রেসিডেন্টসহ কেউ নিয়ম ভেঙেছেন কি না, তা বের করবে।
প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি লড়াইয়ের অন্যতম আবেদনকারী জোনাথন বালদিভিয়েজো এপিকে বলেন, জালিয়াতি হয়েছে। আর এ ব্যাপারে প্রেসিডেন্টের পদক্ষেপ নেওয়া অপরিহার্য ছিল।
প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের রাজনৈতিক বিরোধীরা সুযোগটি লুফে নিয়েছেন। আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে বিরোধী দলে থাকা ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কিচনার তীব্র সমালোচনা করে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে ‘ক্রিপ্টো প্রতারক’ বলে উল্লেখ করে একটি পোস্ট করেছেন। পোস্টটি ৬৪ লাখ বার দেখা হয়েছে।
এদিকে আর্জেন্টিনার প্রধান বিরোধী জোট জানিয়েছে, তারা প্রেসিডেন্টের অভিশংসনের জন্য পার্লামেন্টে একটি প্রস্তাব জমা দেবে। কেননা, তাদের মতে এটি একটি ‘নজিরবিহীন কেলেঙ্কারি’।