ব্রাজিলের ফার্স্ট লেডির কটূক্তির জবাব দিলেন ইলন মাস্ক
মার্কিন ধনকুবের ইলন মাস্কের উদ্দেশে কটূক্তি করেছেন ব্রাজিলের ফার্স্ট লেডি জানজা লুলা দা সিলভা। এ ছাড়া তিনি অভিযোগ করে বলেছেন, অপতথ্যের লাগাম টেনে ধরতে সামাজিক যোগাযোগমাধ্যমকে নিয়ন্ত্রণে আনা দরকার। এ জন্য তিনি ইলন মাস্ককে ভয় পান না।
ফার্স্ট লেডির কটূক্তির প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক।
জি-২০ সম্মেলন উপলক্ষে গতকাল শনিবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে আয়োজিত এক অনুষ্ঠানে ইলন মাস্ককে নিয়ে এ কথা বলেন ব্রাজিলের ফার্স্ট লেডি।
জানজা বক্তব্য দেওয়ার সময় জাহাজের হর্ন ভেসে আসে। সেটি শোনার পর তিনি মজা করে বলেন, ‘আমার মনে হয়, এটি ইলন মাস্ক।’ তিনি আরও বলেন, ‘আমি তোমাকে ভয় পাই না।’
ব্রাজিলের ফার্স্ট লেডির এমন মন্তব্য ভালোভাবে নেননি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। জানজার মন্তব্যের একটি ভিডিও এক্সে ছড়িয়ে পড়েছে। সেখানে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান মাস্ক। এরপর আলাদা পোস্টে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
জানজার মন্তব্য নিয়ে ইলন মাস্ক এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ইঙ্গিত করে লিখেছেন, ‘আগামী নির্বাচনে তাঁরা হেরে যাবেন।’
আগামীকাল সোমবার থেকে ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই দিনব্যাপী জি–২০ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল সেখানে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্টের স্ত্রী জানজা।
চলতি বছর ব্রাজিলে ইলন মাস্কের এক্স এক মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ভুয়া খবর ও বিদ্বেষপূর্ণ বার্তা ছড়ানোর অভিযোগে অভিযুক্ত অ্যাকাউন্টগুলো বন্ধ করতে আদালতের দেওয়া আদেশ অমান্য করায় এ শাস্তি দেওয়া হয়েছিল। অবশ্য পরে ইলন মাস্ক আদালতের আদেশ মানতে রাজি হন।