একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করল ব্রাজিল ও নিকারাগুয়া

দ্বিপক্ষীয় সম্পর্কে তিক্ততার জের ধরে ব্রাজিল ও নিকারাগুয়া একে অপরের রাষ্ট্রদূত বহিষ্কার করেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর ফলে লাতিন আমেরিকার দেশ দুটির মধ্যে সম্পর্কে চলমান অস্বস্তি কূটনৈতিক বৈরিতায় রূপ নিয়েছে।

ব্রাজিলের কূটনৈতিক একটি সূত্র এএফপিকে বলেছে, সম্প্রতি নিকারাগুয়ায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতের এক আচরণ দুই দেশের সম্পর্কের আগুনে ঘি ঢালে। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় একটি সরকারি অনুষ্ঠানে অংশ না নেওয়াকে কেন্দ্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। নিকারাগুয়ায় স্যান্ডিনিস্তা বিপ্লব স্মরণে গত ১৯ জুলাই এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। ওই বিপ্লবের মধ্য দিয়েই দেশটিতে ক্ষমতায় আসেন দানিয়েল ওরতেগা।

সূত্রটি জানায়, অনুষ্ঠানে শুধু ব্রাজিলের রাষ্ট্রদূত নন, আরও অনেক কূটনীতিক অনুপস্থিত ছিলেন। কিন্তু নিকারাগুয়া সরকার ব্রাজিলের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেয়। জবাবে ব্রাজিল সরকারও সেখানে নিযুক্ত নিকারাগুয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট ও ওরতেগার স্ত্রী রোজারিও মুরিল্লো বলেন, ‘ব্রাজিলের রাষ্ট্রদূত আমাদের দেশ নিকারাগুয়া ছেড়ে গেছেন। একইভাবে আমাদের রাষ্ট্রদূত ব্রাজিল থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন।’

এ বছরের জানুয়ারিতে পোপ ফ্রান্সিসের অনুরোধে নিকারাগুয়ায় একজন কারাবন্দী বিশপের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টা চালান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মধ্যস্থতার জন্য একটি সংলাপের উদ্যোগ নেন তিনি। কিন্তু নিকারাগুয়ার প্রেসিডেন্ট এতে ভ্রূক্ষেপ না করায় দুই দেশের সম্পর্কে ফাটল ধরে।