বলসোনারোর বিরুদ্ধে সহিংসতা ছড়ানোর অভিযোগ লুলার
ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ এনেছেন। দেশটিতে বলসোনারোর সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পুলিশের সদর দপ্তরে হামলার চেষ্টার পর লুলা এমন অভিযোগ করেন।
গত সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বলসোনারোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ওই দিন ব্রাজিলের শীর্ষ নির্বাচনী আদালত আনুষ্ঠানিকভাবে অক্টোবরের নির্বাচনে বিজয়ী হিসেবে লুলাকে প্রত্যয়ন দেন। আগামী ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন লুলা। এর পরপরই বলসোনারোর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এক সংবাদ সম্মেলনে লুলা অভিযোগ করেন, ব্রাজিলের বিদায়ী প্রেসিডেন্ট বলসোনারো এখনো নির্বাচনে পরাজয় মেনে নেননি। তিনি সড়কে বিক্ষোভ করা ফ্যাসিবাদী কর্মীদের উসকানি দিয়ে চলেছেন। তিনি বিশ্বের সব ফ্যাসিস্টের মতো একই চিত্রনাট্য অনুসরণ করছেন।
গণতান্ত্রিক শাসন বন্ধের হুমকির অভিযোগে সুপ্রিম কোর্ট বলসোনারো দলের নেতা হোসে অ্যাকাসিও সেরে জাভান্তেকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পর সোমবার রাতে বিক্ষোভ শুরু হয়। বলসোনারোর সমর্থকেরা বাস ও ব্যক্তিগত বাড়িতে আগুন দেন। এ ছাড়া পুলিশের কার্যালয়ে হামলা চালান। বিক্ষোভ দমাতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।
৩০ অক্টোবর নির্বাচনে হেরে যাওয়ার পর বলসোনারোর সমর্থকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁরা বলসোনারোকে ক্ষমতায় রাখতে সেনা হস্তক্ষেপের দাবি জানিয়ে আসছেন। তাঁরা বলসোনারোকে ক্ষমতা থেকে সরানোর পেছনে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। নির্বাচনে হারার দুই দিন পর কর্মী-সমর্থকদের সড়ক অবরোধ করার কথা বলেন বলসোনারো। তবে এর পর থেকে তিনি আড়ালে চলে যান। এদিকে লুলা তাঁর মন্ত্রিসভা গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন।