ব্রাজিলে অভ্যুত্থানচেষ্টা: বলসোনারোর আমলের প্রতিরক্ষামন্ত্রী গ্রেপ্তার
ব্রাজিলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়াল্টার বারগা নেত্তোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তিনি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর শীর্ষ মিত্রদের একজন হিসেবে পরিচিত।
২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বলসোনারোর পক্ষে বদলে দেওয়ার উদ্দেশ্যে অভ্যুত্থানচেষ্টার তদন্তের অংশ হিসেবে জেনারেল ওয়াল্টারকে গ্রেপ্তার করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টার ওই ঘটনায় গত মাসে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হন ওয়াল্টার। এতে বলসোনারোসহ আরও ৩৫ জনের নাম রয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনে হেরে যাওয়ার পরও অভিযুক্ত ব্যক্তিরা বলসোনারোকে প্রেসিডেন্ট হিসেবে বহাল রাখতে অভ্যুত্থানের নীলনকশা করেছিলেন।
জেনারেল ওয়াল্টার ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত বলসোনারোর চিফ অব স্টাফ ছিলেন। পরে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এখনো দেশটির কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে পারেননি।
ব্রাজিলের ফেডারেল পুলিশ গতকাল শনিবার জেনারেল নেত্তোকে গ্রেপ্তারের কথা জানায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, তদন্তের জন্য প্রমাণ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জেনারেল নেত্তোকে গ্রেপ্তারের আদেশ দেন ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরেস। তিনি জানান, অভ্যুত্থানচেষ্টায় তাঁর (জেনারেল নেত্তোকে) বৃহত্তর ভূমিকার প্রমাণ উন্মোচন করার পর এটা করা হয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, ওই অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের তহবিল জোগান দিয়েছিলেন জেনারেল ওয়াল্টার। তিনি অভ্যুত্থান পরিচালনায় সবুজ সংকেত দিয়েছেন। নিজের বাড়িতে অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের নিয়ে বৈঠকও করেছেন।
তবে জেনারেল ওয়াল্টার বরাবর অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এসেছেন।
বার্তা সংস্থা রয়টার্স ও এপির পক্ষ থেকে তাঁর আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া ফেডারেল পুলিশের ৮৮৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ প্রতিবেদন ওই অভ্যুত্থানচেষ্টার পেছনে বলসোনারোর সরাসরি জড়িত থাকার কথাও বলা হয়েছে।