অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করেছেন লুলা
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবেন। কিন্তু ক্ষমতা গ্রহণের আগেই দেশটিতে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে দিয়েছে তাঁর দল। ইতিমধ্যে লুলার গঠন করা ক্ষমতা পালাবদলের বিষয়টি বুঝে নেওয়ার দায়িত্বে থাকা দলের পক্ষ থেকে পেরিসো আরিদা ও আন্দ্রে লারা রেসেন্ডে নামের দুই অর্থনীতিবিদকে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুজন নব্বইয়ের দশকে ব্রাজিলের অর্থনীতিতে স্থিতিশীলতা আনার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। লুলার পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্র গত শনিবার এ কথা জানিয়েছে।
নাম প্রকাশ না করে একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, অর্থনীতিবিদ পেরিসো আরিদা ও আন্দ্রে লারা রেসেন্ডের পাশাপাশি গুইহার্মি মেলো নামের আরেক অর্থনীতিবিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে লুলার বামপন্থী পারসিউ আবরামো থিঙ্কট্যাংকের অর্থনৈতিক প্রস্তাবের খসড়া তৈরিতে নেতৃত্ব দিয়েছিলেন গুইহার্মি। এই তিন অর্থনীতিবিদের নাম প্রথম সামনে আনে ব্রাজিলের ও এস্তাদো দা সাও পাওলো নামের পত্রিকা।
গত রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জেতা লুলার বিরুদ্ধে নির্বাচনের আগে তাঁর অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত না জানানো নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে লুলার মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে হবেন, তা এখনো বলেননি তিনি। এ নিয়ে বিস্তর জল্পনাকল্পনা চলছে।
ব্রাজিলের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আলকামিন বলেছেন, সোমবার ক্ষমতা হস্তান্তরের সঙ্গে যুক্ত দলের সদস্যদের নাম ঘোষণা করা হবে। তাঁদের মধ্যে কেউ কেউ লুলার মন্ত্রিসভায় স্থান পেতে পারেন। এর মধ্যে রয়েছেন আলকামিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গোঁড়া অর্থনীতিবিদ আরিদা।