ভেনেজুয়েলায় নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে গতকাল সোমবার দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গতকাল সন্ধ্যায় রাজধানী কারাকাসে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। কেউ কেউ পার্বত্য এলাকার বস্তি থেকে কয়েক মাইল পথ হেঁটে রাজধানীতে আসেন।
গত রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জয়ী হয়েছেন বলে ঘোষণা দেওয়ার পর দেশটির রাজধানীতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মাদুরোকে জয়ী ঘোষণা করার বিষয়টিকে ‘জোচ্চুরি’ বলে অভিহিত করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, বিরোধীদলীয় প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া নির্বাচনে ৭৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন।
নির্বাচনের আগে পরিচালিত একাধিক জরিপে গঞ্জালেজের সুস্পষ্ট বিজয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে ভোট গণনা শেষে মাদুরোকে জয়ী ঘোষণা করেছে দেশটির জাতীয় নির্বাচনী পরিষদ (সিএনই)।
কয়েকটি পশ্চিমা ও লাতিন আমেরিকার দেশ এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা ভোটের কেন্দ্রভিত্তিক ফলাফল আলাদা করে প্রকাশ করার জন্য ভেনেজুয়েলার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
নির্বাচনে মাদুরোকে জয়ী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে আর্জেন্টিনা। প্রতিক্রিয়ায় বুয়েনস এইরেস থেকে নিজেদের কূটনীতিকদের প্রত্যাহার করে নিয়েছে ভেনেজুয়েলা।
লাতিন আমেরিকার আরও ছয় দেশ—চিলি, কোস্টারিকা, পানামা, পেরু, ডমিনিকান প্রজাতন্ত্র ও উরুগুয়ে থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করেছে ভেনেজুয়েলা।
রাজধানী কারাকাসের সড়কগুলোয় বিপুলসংখ্যক সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। উদ্দেশ্য, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা, বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে বাধা দেওয়া।
গতকাল বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সরকার পতনের দাবি জানাচ্ছিলেন। তাঁরা ‘স্বাধীনতা, স্বাধীনতা’ বলে স্লোগান দিচ্ছিলেন।
ভিডিওতে দেখা গেছে, মহাসড়কে গাড়ির টায়ার জ্বলছে। সড়কে বিপুলসংখ্যক মানুষ সমবেত হয়েছেন। মোটরবাইকে থাকা পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন।
কিছু এলাকায় প্রেসিডেন্ট মাদুরোর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। টায়ার ও গাড়িতে আগুনও দেওয়া হয়েছে।
সশস্ত্র পুলিশ, সেনা ও বামপন্থী আধা সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়।
ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল সতর্ক করে বলেছেন, প্রতিবাদের অংশ হিসেবে সড়ক অবরোধ করা হলে, বিশৃঙ্খলা করা হলে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করা হবে।
নির্বাচনীসামগ্রী ধ্বংস করা থেকে শুরু করে সহিংস কর্মকাণ্ডের অভিযোগে ইতিমধ্যে ৩২ জনকে আটক করা হয়েছে বলে জানান ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল।
ভেনেজুয়েলায় ১১ বছর ধরে ক্ষমতায় আছেন মাদুরো। দেশটির অনেক মানুষ ভেনেজুয়েলার বর্তমান অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দমন-পীড়ন নিয়ে হতাশ, ক্ষুব্ধ। তাই অনেকে এবারের নির্বাচনে পরিবর্তন আশা করছিলেন।