অপহরণের দায়ে মেক্সিকোর সাবেক মেয়রের ৯২ বছরের কারাদণ্ড
নাগরিক সমাজের ছয় নেতাকে অপহরণের দায়ে মেক্সিকোর সাবেক এক মেয়রের ৯২ বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির বিচার বিভাগীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
গতকাল বুধবার কারাদণ্ড পাওয়া মেক্সিকোর সাবেক এই মেয়রের নাম হোসে লুইস আবারকা (৬২)। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ৯ লাখ ২০ হাজার ৭০০ মেক্সিকান পেসো জরিমানা করা হয়েছে।
২০১৩ সালে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো রাজ্যের ইগুয়ালা শহরে এই অপহরণের ঘটনা ঘটেছিল।
অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে ছিলেন কৃষকনেতা আর্তুরো হার্নান্দেজ কার্ডোনা। তাঁকে পরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সাবেক মেয়র হোসে লুইসের জড়িত থাকার অভিযোগ রয়েছে।
২০১৪ সালে হোসে লুইস যখন ইগুয়ালার মেয়র ছিলেন, তখন ৪৩ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল।
সে বছরই হোসে লুইসকে গ্রেপ্তার করা হয়। তখন থেকে তিনি কারাগারে।