আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ দেশ কোনগুলো
বিশ্বে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনগুলো? কার আয়তনই–বা কত? সেখানে কত মানুষের বসবাস? ফোর্বস ইন্ডিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় ১০ দেশের একটি তালিকা দিয়েছে।
তালিকা অনুযায়ী, আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ১০টি দেশ হলো রাশিয়া, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ভারত, আর্জেন্টিনা, কাজাখস্তান ও আলজেরিয়া।
১. রাশিয়া
তালিকায় শীর্ষস্থানে থাকা রাশিয়ার আয়তন ১ কোটি ৭০ লাখ ৯৮ হাজার ২৪২ বর্গকিলোমিটার। আয়তনে বড় হলেও দেশটির জনসংখ্যা তুলনামূলক কম। এর জনসংখ্যা ১৪ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৩৫২।
২. কানাডা
আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। উত্তর আমেরিকা অঞ্চলের এ দেশটির আয়তন ৯৯ লাখ ৮৪ হাজার ৬৭০ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩ কোটি ৯০ লাখ ২২ হাজার ২৬৩।
৩. চীন
চীন আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৯৫ লাখ ৯৬ হাজার ৯৬০ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ১৪২ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৯২২।
৪. যুক্তরাষ্ট্র
তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান চতুর্থ। এর আয়তন ৯৫ লাখ ২৫ হাজার ৬৭ বর্গকিলোমিটার। দেশটির জনসংখ্যা ৩৪ কোটি ১৩ লাখ ৩৭ হাজার ৭০৭।
৫. ব্রাজিল
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের আয়তন ৮৫ লাখ ১০ হাজার ৩৪৬ বর্গকিলোমিটার। এটি বিশ্বের পঞ্চম বড় দেশ। জনসংখ্যা ২১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ২৭৮।
৬. অস্ট্রেলিয়া
আয়তনের দিক থেকে ব্রাজিলের পরের অবস্থানে আছে অস্ট্রেলিয়া। দেশটির আয়তন ৭৭ লাখ ৪১ হাজার ২২০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ২ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৭৭৫।
৭. ভারত
আয়তনের দিক থেকে ভারতের অবস্থান সপ্তম। দেশটির আয়তন ৩২ লাখ ৮৭ হাজার ২৬৩। জনসংখ্যা ১৪৩ কোটি ৮২ লাখ ৬৮ হাজার ৩১০।
৮. আর্জেন্টিনা
আয়তনে বড় দেশের তালিকায় ভারতের পরেই আর্জেন্টিনার অবস্থান। দেশটির আয়তন ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৫৩০।
৯. কাজাখস্তান
আয়তনে কাজাখস্তান বিশ্বের নবম বৃহত্তম দেশ। এর আয়তন ২৭ লাখ ২৪ হাজার ৯১০ বর্গকিলোমিটার। জনসংখ্যা ১ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৯৮৬।
১০. আলজেরিয়া
আফ্রিকার দেশ আলজেরিয়া আয়তনে বিশ্বের ১০ম বৃহত্তম দেশ। এর আয়তন ২৩ লাখ ৮১ হাজার ৭৪১ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ ৯৮ হাজার ৩২৮।