২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নওয়াজ শরিফ সিদ্ধান্ত দিলেই পাকিস্তানে নির্বাচন: মরিয়ম নওয়াজ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
ফাইল ছবি

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ জানিয়েছেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সিদ্ধান্ত দেওয়ার পর আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ক্ষমতায় থাকাকালীন দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার দায় পিএমএল-এনের ওপর চাপানোর চেষ্টা করলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান হারবেন বলে ধারণা মরিয়ম নওয়াজের। তিনি আরও বলেন, খেলা এখন আর ইমরান খানের হাতে নেই। তাঁর দল খারাপ করার দায় এড়ানোর চেষ্টা করছেন ইমরান খান।

ইমরান খানের পিটিআই সরকার দেশের অর্থনীতির জন্য ‘ল্যান্ডমাইন’ পুঁতে এবং অর্থনীতিকে জীবন-মরণ সন্ধিক্ষণে রেখে গেছেন বলে অভিযোগ করেন মরিয়ম নওয়াজ।

গতকাল রোববার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোটলা শহরে দলীয় সমর্থকদের এক জনসভায় নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন।

গত শনিবার পাঞ্জাবের শিয়ালকোটে এক জনসভায় ইমরান খান দাবি করেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত, তাদের নাম ও পরিচয় দিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। কিছু হলে তাঁর হত্যাকারী কারা ও তাদের পরিচয় যেন জনগণের সামনে উন্মোচিত হয়—এ জন্য ভিডিওটি তৈরি করে রেখেছেন তিনি।

আরও পড়ুন

তবে রোববার পাঞ্জাবেই জনসভায় মরিয়ম নওয়াজ ইমরান খানের দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ইমরান খানকে হত্যা করার চেষ্টার অভিযোগ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নামসহ তৈরি সেই ভিডিও প্রকাশ করা হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চেয়েও ইমরান খানের জন্য বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ
ছবি: টুইটার

মরিয়ম নওয়াজ বলেন, ‘ইমরান খান, কোনো ট্র্যাজেডি ঘটার জন্য অপেক্ষা করবেন না। যদিও আমি নিশ্চিত, ভিডিও নিয়ে করা তাঁর দাবি আরেকটি মিথ্যা।’ তিনি বলেন, ‘আমি আপনাকে (ইমরান) নিশ্চয়তা দিচ্ছি, নওয়াজ শরিফের মন অনেক বড় এবং তিনি আপনার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চেয়েও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন।’

আরও পড়ুন

ইমরান খানের উদ্দেশে মরিয়ম নওয়াজ আরও বলেন, ‘যখন ক্ষমতায় ছিলেন, তখন জোট শরিকদের কাছে সাহায্য ভিক্ষা না চেয়ে নতুন একটি নির্বাচন আয়োজন করা উচিত ছিল। এখন পাকিস্তানের সবাই নওয়াজ শরিফের জন্য মুখিয়ে আছেন। পাকিস্তানের রাজনীতিতে বরাবরের মতোই তিনি ছিলেন সবার আলোচনা ও মনোযোগের কেন্দ্রে।’

আরও পড়ুন