ইমরানের দলের সঙ্গে জোট নিয়ে কী বলছে সুন্নি ইত্তেহাদ

সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজাছবি: হামিদের এক থেকে নেওয়া

সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) চেয়ারম্যান সাহেবজাদা হামিদ রাজা বলেছেন, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাঁদের ওপর যে আস্থা রেখেছে, তা তাঁরা ধরে রাখবেন।

গতকাল সোমবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা বলেছেন হামিদ রাজা।

পাকিস্তানে সরকার গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে গতকালই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দেয় পিটিআই।

আরও পড়ুন

এ বিষয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের চেয়ারম্যান হামিদ রাজা বলেছেন, তাঁরা এই কঠিন সময়ে ইমরান খানকে সমর্থন করার অঙ্গীকার করেছেন। যাঁরা সময়ের সঙ্গে বদলে যান, তাঁরা তেমন নন।

ইমরানের দলের পক্ষ থেকে গতকাল বলা হয়, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দিচ্ছেন পিটিআই-সমর্থিত প্রার্থীরা।

পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, এ বিষয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছে তাঁর দল।

আরও পড়ুন

পিটিআই বলে, চুক্তির অংশ হিসেবে পিটিআই-সমর্থিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের (পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া) নির্বাচিত প্রার্থীরা সুন্নি ইত্তেহাদে যোগ দেবেন।

পাকিস্তানের ৮ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কোনো দল সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

নির্বাচনে সবচেয়ে বেশি আসন পান পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। তৃতীয় স্থানে আছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

নির্বাচনে জনরায় চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছে পিটিআই। এই অভিযোগের মধ্যেই দেশটিতে নতুন সরকার গঠনে তোড়জোড় চলছে। পিএমএল-এন ও পিপিপি জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। বসে নেই পিটিআইও।

আরও পড়ুন