২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আগামী মঙ্গল-বুধবারের মধ্যে পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন
ছবি: রয়টার্স

পাকিস্তানের নতুন সেনাপ্রধানের নাম আগামী মঙ্গল কিংবা বুধবার ঘোষণা করা হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ এ কথা জানিয়েছেন। আজ শনিবার দ্য নিউজে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য দিয়েছে।

এদিকে, জিও নিউজের এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগের প্রক্রিয়া আগামী সোমবার শুরু হবে। অনুষ্ঠানে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) এই নেতা বলেন, সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা ২৯ নভেম্বর সম্পন্ন হবে।

আগাম নির্বাচনের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চ কর্মসূচির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সেনাপ্রধানের নাম ঘোষণার দিন লংমার্চ বড় ধরনের ধাক্কা খাবে।

আরও পড়ুন

বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন। আরেক মেয়াদে দায়িত্ব পালনের সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন। সামরিক বাহিনীর পক্ষ থেকেও একই কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না প্রেসিডেন্ট

গতকাল শুক্রবার প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে দেখা করেছেন অর্থমন্ত্রী সিনেটর ইসহাক দার। এ সময় তিনি নতুন সেনাপ্রধান নিয়োগ এবং দেশের সাংবিধানিক বিষয়ে সৃষ্ট অচলাবস্থা অবসানে তাঁর কাছে বিশেষ বার্তা পৌঁছে দেন।

প্রেসিডেন্ট বলেছেন, নতুন সেনাপ্রধান নিয়োগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুপারিশ অনুসরণ করবেন তিনি। সূত্রের বরাত দিয়ে জিও নিউজ বলছে, নিজের সহযোগীর সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট বলেছেন, সেনাপ্রধান নিয়োগের প্রক্রিয়ায় তিনি কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন না।

আরও পড়ুন

প্রেসিডেন্ট আলভি জোর দিয়ে বলেন, ‘প্রধানমন্ত্রীর সুপারিশ আটকে দেওয়ার মতো কোনো আইনি কর্তৃত্ব আমার নেই। আমি কখনোই রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করিনি।’

এদিকে, ইমরান খান আবারও ‘মেধার ভিত্তিতে’ সেনাপ্রধান নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরবর্তী সেনাপ্রধান নিয়োগের বিষয়ে তাঁর দল জড়াবে না। এ বিষয়ে তারা সরকারের ওপর নজর রাখবেন।