করাচির পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় নিহত ৯

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার পর সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ছবি: এএফপি

পাকিস্তানের করাচি পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার ঘটনায় পাঁচ জঙ্গিসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন। প্রায় চার ঘণ্টার অভিযানের পর শুক্রবার রাতে পুলিশপ্রধানের কার্যালয় জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের

কর্মকর্তারা বলেন, নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে কমপক্ষে তিন জঙ্গি বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেন। বাকি দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। হামলার ঘটনায় রেঞ্জারস (সীমান্তরক্ষী) ও পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৮ জন।

শারিয়া ফয়সাল এলাকায় অবস্থিত পুলিশপ্রধানের কার্যালয়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে হামলা শুরু করেন বন্দুকধারীরা। পুলিশ ও রেঞ্জারস সদস্যরা অভিযান চালিয়ে পাঁচতলা ভবনটি ধাপে ধাপে জঙ্গিমুক্ত করেন। রাত ১০টা ৪৬ মিনিটের দিকে গোটা ভবন জঙ্গিমুক্ত ঘোষণা করা হয়।

অভিযানের সময় কার্যালয়ের আশপাশে অবস্থান নেন পুলিশের স্নাইপার সদস্যরা। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ বলেছেন, হামলার সময় পুলিশপ্রধান করাচিতে ছিলেন না।

নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জিও নিউজকে বলেন, পুলিশের পোশাক পরেই হামলাকারীরা কার্যালয়ে ঢুকে পড়েন। পেশোয়ারে পুলিশ লাইনস মসজিদে আত্মঘাতী হামলার সময়ও একই কৌশল নিয়েছিল। ওই হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছিলেন যাদের অধিকাংশই পুলিশ সদস্য।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে। টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বিবৃতি দিয়ে পুলিশপ্রধানের কার্যালয়ে হামলার দায় স্বীকার করেন।

আরও পড়ুন