স্বাধীনতা দিবস উদ্যাপন করছে পাকিস্তানবাসী
আজ ১৪ আগস্ট, পাকিস্তানের ৭৭তম স্বাধীনতা দিবস। দেশকে সত্যিকারের ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পাকিস্তান আন্দোলনের চেতনায় কাজ করার অঙ্গীকার নিয়ে দিনটি উদ্যাপন করা হচ্ছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের উদ্যাপন শুরু হয়। আর প্রাদেশিক রাজধানীগুলোয় ২১ বার তোপধ্বনি দেওয়া হয়। দেশের শান্তি, সংহতি ও সমৃদ্ধির জন্য মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
মূল আয়োজনটি ছিল রাজধানী ইসলামাবাদে, জাতীয় পতাকা উত্তোলন। এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রতিটি প্রাদেশিক রাজধানী, বিভাগ ও জেলায় একই আয়োজন করা হয়।
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে লাহোরে আল্লামা ইকবালের সমাধি ও করাচিতে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে গার্ড অব অনার দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তানে আজ সরকারি ছুটি।
স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণীতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় সংহতি ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন।