পিটিআই ইমরানের মুক্তি দাবিতে আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করবে

ইমরান খান

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সরকারের কাছ থেকে ইমরান খানের মুক্তির বিষয়ে কোনো ছাড় না পাওয়ায় পিটিআইয়ের পক্ষ থেকে ঈদের তিন দিন কারাগারের সামনে বিক্ষোভের ঘোষণা দেওয়া হয়েছে।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান এবং পিটিআই খাইবার পাখতুনখাওয়া চ্যাপ্টারের প্রধান জুনায়েদ আকবর এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, দলীয় কর্মীরা ঈদুল ফিতরের তিন দিনই আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ করবেন। তিনি আরও বলেন, সরকার যদি প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে সরকারকে প্রথম পদক্ষেপ নিতে হবে এবং আলোচনায় তার গুরুত্ব প্রদর্শন করতে হবে।

জুনায়েদ আকবর বলেন, ‘বিরোধী জোটে সবকিছু আদর্শ নয়, তবে জোটকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তানের (টিটিএপি) দলগুলো আমাদের সমর্থন করছে। এখন আমরা সংসদের অংশ নয়, এমন রাজনৈতিক শক্তিগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছি। আমরা জামায়াতে ইসলামির নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেছি এবং আমি আশাবাদী যে পরিস্থিতির উন্নতি হবে।’

জোট গঠন বিষয়ে পিটিআইয়ের এই নেতা আরও বলেন, দলগুলোর মধ্যে কিছু মতপার্থক্য রয়েছে। তবে এ ধরনের ছোটখাটো বাধা জোটের ওপর কোনো প্রভাব ফেলবে না।

জুনায়েদ আকবর বলেন, ‘ঈদুল ফিতরের পর আমরা ইসলামাবাদে বিক্ষোভ করব। কিন্তু এর আগে ঈদের সময় আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভ শুরু হবে।’

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্য ছাড় পেতে চেষ্টা চালাচ্ছে পিটিআই। বিশেষ করে জাফর এক্সপ্রেস ঘটনার পর সশস্ত্র বাহিনী কর্তৃক ব্রিফ করা জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংসদীয় কমিটির সভায় ইমরানকে যুক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু ইমরান খানকে কারামুক্ত করতে ব্যর্থ হয়েছে পিটিআই। দলটির নেতারা ইমরান খানের সঙ্গে দেখা করার চেষ্টা চালান; কিন্তু সরকার তাতেও অনুমতি দেয়নি। এর আগে সরকারের সঙ্গে পিটিআইয়ের আলোচনাও বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে পিটিআই আবার আন্দোলন করে সরকারকে চাপে রাখার পথে হাঁটতে শুরু করছে।