কেবিন ক্রুদের পোশাকসংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করল পাকিস্তানের বিমান সংস্থা
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কেবিন ক্রুদের পোশাকবিধি নিয়ে আপত্তিকর নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। সমালোচনার মুখে গত শুক্রবার পোশাকবিধির ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে পিআইএ কর্তৃপক্ষ। খবর ডন
এর আগে পাকিস্তান পিআইএর কেবিন ক্রুদের নিজেদের সংস্কৃতির সঙ্গে মানানসই পোশাক যথাযথভাবে পরার নির্দেশনা দিয়েছিল কর্তৃপক্ষ। তখন এতে বলা হয়েছিল, কেবিন ক্রুদের অবশ্যই অন্তর্বাস পরতে হবে।
এ বিষয়ে পিআইএ দাবি করে, কেবিন ক্রুরা ঠিকমতো পোশাক না পরার কারণে তাদের ‘ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে’ এবং তা পিআইএর ‘নেতিবাচক চিত্র’ তুলে ধরছে। এ–সংক্রান্ত নির্দেশনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সমালোচনার মুখে পড়ে পিআইএ।
এরপর পিআইএর মানবসম্পদ বিভাগ এ সমালোচনার জবাব দেয়। এতে বলা হয়, এ নির্দেশনার পেছনে মূল উদ্দেশ্য ছিল সঠিক পোশাকবিধি নিশ্চিত করা। তা সত্ত্বেও কিছু গণমাধ্যম অসাবধানতাবশত একটি শব্দের অনুপযুক্ত ব্যবহার নিয়ে খবর প্রকাশ করে।
পিআইএর মানবসম্পদ বিভাগের প্রধান এক লিখিত বক্তব্যে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে অনুতপ্ত বোধ করছি।
এ প্রসঙ্গে প্রকাশিত শব্দগুলোর পরিবর্তে শব্দগুলো আরও উপযুক্ত হতে পারত। দুর্ভাগ্যবশত গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মূল বক্তব্য এড়িয়ে বিষয়টি নিয়ে বিদ্রূপ করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করছে।’