গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলায় নিহত ২৬

গাজার আল–নুসেইরাত শরণার্থীশিবিরে বৃহস্পতিবার রাতে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ধ্বংস হয়ে যায় বাড়ির পাশে থাকা যানবাহনগুলোও। নিহত হন অন্তত ১৮ জন। গতকাল গাজার মধ্যাঞ্চলে।
ছবি: এএফপি

গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস অঞ্চলে আবাসিক একটি ভবনে ইসরায়েলের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালের পরিচালক স্থানীয় সময় আজ শনিবার এ খবর জানিয়েছেন।

নাসের হাসপাতালের পরিচালক এএফপিকে বলেন, হামাদ শহরে আবাসিক ওই ভবনে হামলার পর ২৬ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় আরও ২৩ জনকে হাসপাতালে আনা হয়েছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে গাজায় হামাস সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, সেখানে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৫ হাজার শিশু।