পশ্চিম তীরে গুলিতে চার ইসরায়েলি নিহত হওয়ার পর তিনজনকে আটক
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে গুলিতে চার ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। পশ্চিম তীরের ওরিফ গ্রাম থেকে গতকাল বুধবার তাঁদের আটক করা হয়।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, আটক এই তিনজন তালিকাভুক্ত (ওয়ান্টেড) ছিলেন। চার ইসরায়েলিকে গুলি করে হত্যা করা ব্যক্তিদের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার পশ্চিম তীরের ইহুদিদের একটি বসতির কাছে বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বিভিন্ন স্থানীয় গণমাধ্যম জানায়, এই হতাহত ব্যক্তিরা ইসরায়েলের নাগরিক। তবে এএফপির পক্ষে যোগাযোগ করা হলে একাধিক ইসরায়েলি কর্তৃপক্ষ তাঁদের জাতীয়তা নিশ্চিত করতে পারেননি।
এর আগে গত সোমবার (১৯ জুন) পশ্চিম তীরে ইসরায়েলের বাহিনী দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালায়। এই অভিযানকে কেন্দ্র করে ১৫ বছরের এক কিশোরসহ ৫ ফিলিস্তিনি নিহত হন। এ ছাড়া ইসরায়েলের হামলায় সেখানে ৯০ ফিলিস্তিনি আহত হন।
এ হামলার পর ফিলিস্তিনে অবৈধ বসতি স্থাপনের কাজ দ্রুত বন্ধের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলের এ পদক্ষেপের কারণে সেখানে উত্তেজনা ও সহিংসতা বাড়ছে বলে মন্তব্য করেছেন তিনি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আন্তোনিও গুতেরেস।
এর পরদিন গত মঙ্গলবার (২০ জুন) পশ্চিম তীরে একটি ইহুদি বসতির কাছে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে চার ইসরায়েলি নাগরিক নিহত হন। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের জবাবে এ হামলা চালানো হয়েছে।