মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, হুঁশিয়ারি ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিফাইল ছবি: এএফপি

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বের এটা জানা উচিত যুদ্ধের পরিসর যদি বৃদ্ধি পায়, তাহলে এর ক্ষতিকর প্রভাব শুধু পশ্চিম এশিয়া অঞ্চলের দেশগুলোয় সীমাবদ্ধ থাকবে না। নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা অন্যান্য অঞ্চল—এমনকি অনেক দূরেও ছড়িয়ে পড়তে পারে।’

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সেদিন থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামাসের সমর্থনে তখন থেকে ইসরায়েলে অল্প পরিসরে হামলা চালাচ্ছিল লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। গত সেপ্টেম্বর থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল।

হিজবুল্লাহর ওপর হামলার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। পরে ২৬ অক্টোবর ইরানে হামলা চালায় ইসরায়েল। তেহরান জানায়, ওই হামলায় তাদের চার সেনা ও একজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

তখন থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুঁশিয়ারি সত্ত্বেও পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান।

তবে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েল রাজি হলে, তা ইরানের পাল্টা হামলায় প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কিছুদিন আগে তিনি বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি হয় এবং নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করে, তাহলে তা ইরানের পাল্টা জবাবের ধরন ও তীব্রতায় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন