বিদ্রোহী নেতা আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, স্থগিত করা হলো সংবিধান

আহমেদ আল শারাছবি: এএফপি ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এ সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশটির বিদ্রোহী নেতা আহমেদ আল-শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (এসএএনএ)।

গতকাল বুধবার সানার খবরে বলা হয়, অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য আল-শারাকে একটি অস্থায়ী আইন পরিষদ গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে। নতুন একটি সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত এ আইন পরিষদ নিজেদের দায়িত্ব পালন করে যাবে।

খবরে আরও বলা হয়, সিরিয়ার কার্যত নতুন সরকারের সামরিক পরিচালনা খাতের মুখপাত্র হাসান আবদেল গনি ওই ঘোষণা দিয়েছেন। দেশটির বিদ্যমান সশস্ত্র বাহিনীগুলোর বিলুপ্তিও ঘোষণা করেন তিনি।

মুখপাত্র গনি বলেন, ‘সশস্ত্র বাহিনী বিলুপ্ত ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে তা একীভূত করা হয়েছে।’

সিরিয়ার ক্ষমতাচ্যুত সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও বিলুপ্ত বলে ঘোষণা করেছেন আবদেল গনি। তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল–আসাদের বাথ পার্টি বিলুপ্ত করা হয়েছে। আসাদ পরিবার কয়েক দশক ধরে সিরিয়া শাসন করেছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি বৈঠকে এসব ঘোষণা দেওয়া হয়। এসব গোষ্ঠীই ঝোড়ো আক্রমণ চালিয়ে বাশার আল-আসাদকে গত মাসে উৎখাত করে। এ সময় তিনি দেশে ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল আল-শারার দল হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)।

সিরিয়ার শাসনভার গ্রহণ করার পর থেকে দেশটিকে নেতৃত্ব দিচ্ছেন আল-শারা। পাশাপাশি তাঁর দল হায়াত তাহরির আল-শারা কার্যত সিরিয়ার শাসক দলে পরিণত হয়েছে।

আল-শারা আগেই জাতীয় সম্মেলন আয়োজন, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে চার বছর সময় লাগবে।

আরও পড়ুন

দামেস্ক থেকে আল–জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভিদ বলেন, গতকালের ঘোষণা সিরিয়ার ভবিষ্যতের চলার পথকে আরও স্পষ্ট করেছে।

জাভিদ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার পরিচালনার জন্য এই প্রশাসন ঘোষণা করা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার কত দিন থাকবে, তা আমরা জানি না।’

আরও পড়ুন