গাজায় ৪৮ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৫ সাংবাদিকসহ নিহত ৮৭
ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন সাংবাদিক ও ছয়জন পুলিশের সদস্য রয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৮ হাজার ৯৮-এ দাঁড়াল। এ সময় আহত হয়েছেন ৮৭ হাজার ৭০৫ জন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করেছে গাজার তথ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিরা হলেন দ্য প্যালেস্টাইন মিডিয়া এজেন্সির আমজাদ জাহজুহ ও রিজক আবু আশকিয়ান, গাজার ইসলামিক ইউনিভার্সিটি রেডিওর ওয়াফা আবু দাব্বান, ডিপ শর্ট মিডিয়া প্রোডাকশন কোম্পানির সাদি মাদুখ ও আহমেদ সুক্কার।
এদিকে সৌদি আরবের সীমান্তবর্তী পশ্চিম রাফায় ইসরায়েলের বোমাবর্ষণে ফিলিস্তিনি ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। ফিলিস্তিনের তথ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওসিএইচএ (ওচা) জানিয়েছে, গত ২৭ জুন গাজার পূর্বাঞ্চলে অভিযানের সময় সেখানকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের সেনাবাহিনী। এতে শহরটির অন্তত ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তাঁদের সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে মানবিক এই সংস্থা। কিন্তু তারা বলেছে, ‘তাদের হাত বাঁধা।’
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, গাজা সিটির পূর্বাঞ্চলে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের ওপর হামলা করেছে। সংখ্যা উল্লেখ না করে তারা বলেছে, এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন।