ফিলিস্তিনিরা অসহনীয় যন্ত্রণার মধ্যে আছে: ওবামা
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তা ভয়ংকর। তবে তিনি মনে করেন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যা চলছে তা ‘অসহনীয়’ যন্ত্রণা। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একপেশে তথ্য ছড়ানো হচ্ছে উল্লেখ করে এর সমালোচনা করেছেন ওবামা।
পড সেভ আমেরিকা পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের যদি গঠনমূলক কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে, তবে তা নিতে বলব। বাস্তব পরিস্থিতি আমাদের স্বীকার করতে হবে। যা কিছু ঘটছে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তা আমাদের মেনে নিতে হবে। হামাস যা করেছে, তা ভয়ংকর। একে ন্যায্য বলে দাবি করার কোনো সুযোগ নেই। কিন্তু এটাও সত্য যে ফিলিস্তিনে যে দখলদারি চলছে এবং ফিলিস্তিনিদের সঙ্গে যা কিছু ঘটছে, তা অসহনীয়।’
সাক্ষাৎকারে ওবামা আরও বলেন, আরেকটি বাস্তবতা হলো দাদা-দাদি, নানা-নানি, প্রপিতামহ, প্রপিতামহী কিংবা মামা-খালা, চাচা-ফুফুদের কাছ থেকে যদি আপনারা ইহুদিবিদ্বেষী উন্মাদ আচরণের গল্প না শুনে থাকেন, তবে আপনারা ইহুদিদের ইতিহাসকে মেনে নিতে পারবেন না। এটাও সত্য যে গাজায় ফিলিস্তিনিরাসহ যারা প্রাণ হারাচ্ছে, তাদেরও হামাসের কর্মকাণ্ডের ব্যাপারে কিছু করার ছিল না।
টিকটকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন ওবামা।
ওবামা বলেন, ‘আপনারা সত্য বলার ভান করতে পারেন, আপনারা যা ঘটছে তা নিয়ে একপেশে কথা বলতে পারেন এবং কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের নৈতিক অবস্থান থেকে সরে থাকতে পারেন। কিন্তু তাতে কোনো কিছুর সমাধান হবে না। সুতরাং সমস্যার সমাধান করতে চাইলে আপনাদের পুরো ঘটনাকে সত্যভাবে উপস্থাপন করতে হবে। আপনাদের স্বীকার করতে হবে যেকোনো পক্ষই একেবারে নির্দোষ নয়। আর এর সঙ্গে আমরাও কোনো না কোনোভাবে জড়িত।’