ওমরাহকারীদের জন্য ই-ভিসা চালু করল সৌদি আরব
ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিদের জন্য ইলেকট্রনিক ভিসা চালু করেছে সৌদি আরব। আরও বেশি মুসলিমের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পথ সুগম করতে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ই–ভিসা চালু করেছে বলে আজ বুধবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, মন্ত্রণালয় ই–ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের ‘নুসুক’–এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে। ওমরাহ পালনে আগ্রহী ব্যক্তিরা ই-ভিসা নিয়ে ১৯ জুলাই নাগাদ সৌদি আরবে যেতে পারবেন।
ওমরাহ পালনকারীদের জন্য সম্প্রতি নতুন আইন করেছে সৌদি আরব। এতে ওমরাহ পালনকারীদের জন্য স্বাস্থ্যসেবা আগের মতো রেখেই বিমা ফি ৬৩ শতাংশ কমানো হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টার কম সময়ে ভিসা প্রদান এবং স্বাস্থ্যবিষয়ক শর্ত ছাড়াই ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে।
সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী পুরুষ অভিভাবক (মাহরাম) ছাড়াই নারীরা ওমরাহ পালন করতে পারবেন। পাশাপাশি ওমরাহ পালনকারীরা সৌদি আরবের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে এবং ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে দেশটির বিশেষ স্থানগুলোয় যেতে পারবেন।