টাইমের বর্ষসেরা নারীর তালিকায় ফিলিস্তিন ও ইসরায়েলের নারী
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ২০২৪ সালের বর্ষসেরা নারীদের একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম সাময়িকী। ‘উইমেন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী ব্যক্তিত্বের এ তালিকায় ১২ জনের নাম রয়েছে। তালিকায় রয়েছে ফিলিস্তিনে স্থায়ী শান্তির জন্য কাজ করা ইসরায়েলি ও ফিলিস্তিনি নারীদের নাম। গত বুধবার এ তালিকা প্রকাশ করে টাইম জানিয়েছে, অসাধারণ এই ১২ নারী আরও সমতাভিত্তিক বিশ্ব গড়তে কাজ করছেন।
তালিকায় নাম রয়েছে ইসরায়েলি নারী ইয়েল আদমির। তিনি উইমেন ওয়েজ পিসের সহপ্রতিষ্ঠাতা ও নেতা। আরও রয়েছে ফিলিস্তিনের সংগঠন উইমেন অব দ্য সানের প্রতিষ্ঠাতা ও পরিচালক রিম হাজাজরেহের নাম। এই দুই নারী ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেন।
টাইম সাময়িকীর জন্য লেখেন ইয়াসমিন সেরহান। তিনি বলেন, গত বছরের ৪ অক্টোবর হাজার দেড়েক ইসরায়েলি ও ফিলিস্তিনি নারী জেরুজালেম ও মৃত সাগরের (ডেড সি) উপকূলে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তৃণমূলের দুটি নারী সংগঠনের নেতৃত্বে তাঁরা নীল ও হলুদ পতাকা হাতে বিক্ষোভ করেন।