হাসপাতালে হামলা নিয়ে অসত্য বলছেন নেতানিয়াহু: জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত
গাজার হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর। এ হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসত্য বলছেন বলেও উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রিয়াদ মনসুর এ কথা বলেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত আরব দেশের দূত ও অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মধ্য গাজার আল-আহলি আল–আরাবি হাসপাতালে এ হামলা চালানো হয়।
রিয়াদ মনসুর বলেন, ‘আমরা অত্যন্ত কঠোরভাবে এ ধরনের কাজের নিন্দা জানাই। আমরা মনে করি, এই অপরাধ ও হত্যাকাণ্ডের জন্য ইসরায়েল দায়ী। ঘৃণ্য এই অপরাধের জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।’
এ হামলার জন্য ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে (পিআইজে) দায়ী করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন রিয়াদ মনসুর। তিনি বলেন, ‘তারা (ইসরায়েল) এখন ফিলিস্তিনিদের দায়ী করতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। তিনি (নেতানিয়াহু) একজন মিথ্যাবাদী। হামলার পর তাঁর ডিজিটাল মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, হাসপাতালটির কাছে হামাসের ঘাঁটি আছে ভেবে ইসরায়েল সেখানে হামলা চালিয়েছে। কিন্তু পরে সেই বার্তা মুছে ফেলা হয়।’
গাজার হাসপাতালগুলোয় হামলা করা হতে পারে। তাই সেগুলো খালি করা দরকার, ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এমন কথা বলেছিলেন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, তারা (ইসরায়েল) এই অপরাধের জন্য দায়ী। ঘটনাটি নিয়ে তারা মনগড়া বক্তব্য দিতে পারে না।