মাসা আমিনির মৃত্যুবার্ষিকীর ১০ দিন আগে তাঁর চাচা আটক
ইরানে ‘নীতি পুলিশের’ হেফাজতে মারা যাওয়া কুর্দি তরুণী মাসা আমিনির চাচাকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন তাঁর পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি।
‘পোশাকবিধি’ না মানায় রাজধানী তেহরান থেকে মাসা আমিনিকে আটক করেছিল নীতি পুলিশ। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গত বছরের ১৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। এর প্রতিবাদে দেশে শুরু হয় বিক্ষোভ। মাসার মৃত্যুর বর্ষপূর্তির ১০ দিন দিন আগে তাঁর চাচা সাফা আলীকে আটক করা হলো।
মাসা আমিনির পরিবারের ওই ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) নিরাপত্তা বাহিনীর একটি দল মাসা আমিনির চাচা সাফা আলীর বাড়িতে যায়। আদালতের কোনো নির্দেশ ছাড়াই তাঁর ঘর ও গাড়ি তল্লাশি করে। এরপর তাঁকে আটক করে। পাসপোর্টসহ তাঁর সব ব্যক্তিগত নথি জব্দ করেছে।’
তিনি আরও জানান, গ্রেপ্তারে আগে প্রায় এক সপ্তাহ সাফা আলীর ওপর নজরদারি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারের পর তাঁকে কোথায় নেওয়া হয়েছে, তা তাঁর পরিবারের কেউ জানেন না।
রয়টার্স বলছে, মাসা আমিনির মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে বিরোধীদের ওপর চড়াও হয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, যাতে মৃত্যুবার্ষিকীর দিন জনসমাগম না হয়। ইরানের ধর্মীয় নেতাদের নির্দেশেই এমন ধরপাকড় চলছে।
বিষয়টি নিয়ে জানতে ইরানের বিচার বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি।