পোস্টারে হিজাব ছাড়া নারীর ছবি, ইরানে চলচ্চিত্র উৎসব বাতিল

মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদ ও কঠোর হিজাব আইনের বিরুদ্ধে ইরানের রাজধানী তেহরানে নারীদের বিক্ষোভ
ফাইল ছবি: এএফপি

একটি চলচ্চিত্র উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক অভিনেত্রীর ছবি ছাপানোয় ওই আয়োজন বাতিল করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আইআরএনএ এই খবর জানিয়েছে।

ইরানে আগামী সেপ্টেম্বরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ইরানিয়ান শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশন (আইএসএফএ) একটি পোস্টার প্রকাশ করে। ওই পোস্টারে দেশটির অভিনেত্রী সুসান তাসলিমির একটি ছবি ব্যবহার করা হয়।

ছবিটি ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সুসান তাসলিমির ‘দ্য ডেথ অব ইয়াদগার্ড’ চলচ্চিত্র থেকে নেওয়া হয়েছিল। ছবিতে এই অভিনেত্রীকে হিজাব ছাড়াই দেখা গেছে। আর এতেই আপত্তি জানিয়েছে ইরান সরকার।

আইআরএনএনের প্রতিবেদনে গত শনিবার বলা হয়েছে, আইএসএফএ আয়োজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৩তম আসর বাতিলের নির্দেশ দিয়েছে ইরানের সংস্কৃতি মন্ত্রণালয়। উৎসবের পোস্টারে হিজাব ছাড়া এক নারীর ছবি ব্যবহার করার মধ্য দিয়ে আইন লঙ্ঘন করায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব হয়। এরপর ১৯৮৩ সাল থেকে দেশটির নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করা হয়। আইন অনুযায়ী, ইরানের নারীদের প্রকাশ্যে হিজাব পরে কিংবা মাথা ঢেকে চলাফেরা করতে হয়। বিভিন্ন সময় ইরানের নারীরা এই আইনের প্রতিবাদ করেছেন।

আরও পড়ুন

গত বছরের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমানির মৃত্যুর পর কঠোর হিজাবনীতি নতুন করে আলোচনায় এসেছে। প্রকাশ্যে হিজাব না পরার দায়ে ২২ বছরের মাসাকে আটক করেছিল পুলিশ।

এই মৃত্যুর জেরে ইরানজুড়ে ছড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ-প্রতিবাদ। অনেক নারী প্রতিবাদ হিসেবে কঠোর এই আইন ভেঙে হিজাব ছাড়া প্রকাশ্যে চলাফেরা করেন। তবে শুরু থেকেই বিক্ষোভ দমনে কঠোর ছিল ইরান সরকার। নিহত হয়েছেন কয়েক শ বিক্ষোভকারী। আটক করা হয়েছে হাজারের বেশি মানুষকে।

এদিকে জনসমক্ষে হিজাব না পরার দায়ে গত বুধবার ইরানের প্রখ্যাত অভিনেত্রী আফসানে বায়েগানকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬১ বছর বয়সী আফসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি হিজাব না পরে একটি চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। পরে সেই ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

আরও পড়ুন

বিচারক রায়ে আরও বলেছেন, পরিবারবিরোধী মনোভাবের কারণে আফসানে বায়েগানকে প্রতি সপ্তাহে এক দিন করে বাধ্যতামূলকভাবে মনোবিদের দ্বারস্থ হয়ে কাউন্সেলিং নিতে হবে। চিকিৎসার পর তাঁর স্বাস্থ্যবিষয়ক সনদ আদালতে দিতে হবে। শুধু তা-ই নয়, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন