হামাসের হামলায় কত বিদেশির প্রাণ গেল
ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলে থাকা বেশ কয়েকজন বিদেশি নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। অনেককে আবার জিম্মি করা হয়েছে।
হামলায় যেসব বিদেশি নিহত হয়েছেন, তাঁদের মধ্যে অনেকেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের মরুভূমিতে একটি গানের উৎসবে অংশ নিয়েছিলেন। হামলায় কোন দেশের কতজন নিহত হয়েছেন, তার একটি তালিকা প্রকাশ করেছে এএফপি।
যুক্তরাষ্ট্রের নিহত ২২
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার বলেছে, ইসরায়েলে হামাসের চালানো হামলায় কমপক্ষে ২২ মার্কিন নাগরিক নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
থাইল্যান্ডের নিহত ২০, জিম্মি ১৪
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বলেছে হামাসের হামলায় থাইল্যান্ডের ২০ নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। আর ১৪ জনকে অপহরণ করা হয়েছে। ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছেন। সরকারি তথ্য অনুসারে, তাঁদের মধ্যে বেশির ভাগই কৃষিকাজ করেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাঁচ হাজারের বেশি থাই নাগরিককে দেশ ছাড়তে বলা হয়েছে।
ফ্রান্সের নিহত ১১, নিখোঁজ ১৮
ফ্রান্সের সরকারি তথ্য অনুসারে, হামাসের হামলায় তাদের ১১ নাগরিক নিহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নে বলেছেন, ফ্রান্সের ১৮ নাগরিক নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকটি শিশুকে সম্ভবত অপহরণ করা হয়েছে।
নেপালের নিহত ১০, নিখোঁজ ১
হামাসের অন্যতম হামলাস্থল কিববুতজ আলুমিনে নেপালের ১০ নাগরিক নিহত হয়েছেন। তেল আবিবে নেপালের দূতাবাসে গত রোববার ওই হামলা হয়। দূতাবাস বলেছে, হামলায় আহত চার নেপালি নাগরিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় ইসরায়েলের কিববুতজ আলুমিন শহরে নেপালের ১৭ জন শিক্ষার্থী ছিলেন।
আর্জেন্টিনার নিহত ৭
আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বলেছে, হামাসের হামলায় ৭ নাগরিক নিহত ও ১৫ জন নিখোঁজ রয়েছেন।
রাশিয়ার নিহত ৪
তেল আবিবে রাশিয়ার দূতাবাসে হামলায় রুশ বংশোদ্ভূত চার ইসরায়েলি নিহত হয়েছেন।
যুক্তরাজ্যের নিহত ৪
ইসরায়েলে লন্ডন দূতাবাসে হামলায় চার ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন আলোকচিত্রী ছিলেন।
কানাডার নিহত ৩
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়ে জলি বলেছেন, হামাসের হামলায় তিন কানাডীয় নাগরিক নিহত হয়েছেন।
চিলির একজন নিহত
হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষে চিলির এক নাগরিক নিহত হয়েছেন।
ইউক্রেনের নিহত ৩
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল হামাসের হামলায় তিন ইউক্রেনীয় নিহত হন। আহত হয়েছেন নয়জন। নিখোঁজ হয়েছেন ছয়জন।
ব্রাজিলের নিহত ২
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত মঙ্গলবারের হামলায় ব্রাজিলের দুই নাগরিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন।
পেরুর নিহত ২
হামাসের হামলায় পেরুর দুই নাগরিক নিহত ও তিনজন নিখোঁজ হন।
ফিলিপাইনের নিহত ২
গাজার কাছে কিববুজত এলাকায় হামাসের হামলায় ফিলিপাইনের দুই নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দূতাবাস।
আজারবাইজানের নিহত ১
গতকাল হামাসের হামলায় আজারবাইজানের এক নাগরিক নিহত হয়েছেন।
কম্বোডিয়ার নিহত ১
হামাসের হামলায় কম্বোডিয়ার এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
জার্মানির বেশ কয়েকজন আটক
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের বেশ কয়েকজন নাগরিককে আটক করা হয়েছে।
মেক্সিকোর আটক ২
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী আলিসিয়া বারসেনা এক্সে (সাবেক টুইটার) বলেছেন, হামাস মেক্সিকোর দুই নাগরিককে জিম্মি করেছে। তবে তাঁরা কারা, সে ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।
এ ছাড়া কলম্বিয়ার দুজনকে জিম্মি, অস্ট্রিয়ার একজন নিহত ও দুজন নিখোঁজ, ইতালির দুজন নিখোঁজ, প্যারাগুয়ের দুজন নিখোঁজ, শ্রীলঙ্কার দুজন নিখোঁজ, তানজানিয়ার দুজন নিখোঁজ, আয়ারল্যান্ডের একজন নিখোঁজ, স্পেনের একজন নিখোঁজ হওয়ার খবর জানিয়েছে দেশগুলোর সরকার। আর অস্ট্রেলিয়া তাদের এক নাগরিক নিহত হওয়ার খবর জানিয়েছে।