গাজায় যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভেটোকে অমানবিক বলেছে হামাস
গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় কড়া নিন্দা জানিয়েছে হামাস। গতকাল শুক্রবার রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে হামাসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, তাঁরা ওয়াশিংটনের এই পদক্ষেপকে ‘অনৈতিক ও অমানবিক’ বলে মনে করেন।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য ইজজাত এল-রেশিক বলেছেন, ‘যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র আমাদের মানুষদের হত্যা, আরও গণহত্যা চালানো ও আমাদের নির্মূল করার প্রক্রিয়ার সঙ্গে সরাসরি অংশ নিল।’
নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি ও জিম্মিদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়ে প্রস্তাব তোলা হয়। তবে যুক্তরাষ্ট্র ভেটো দেওয়ায় এ প্রস্তাব আটকে যায়।
গতকাল এক দিনে গাজা উপত্যকায় ৪৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আগের দিন বৃহস্পতিবার ৩৫০ জনের বেশি নিহত হয়েছেন। আর ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে মারা গেছেন ১৭ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত ৬০ হাজার। নিহত ব্যক্তিদের ৭০ শতাংশই নারী ও শিশু।