ইসরায়েলি রেবাই কোগান হত্যায় আটক সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ

জাভি কোগান। সংযুক্ত আরব আমিরাতে একটি সুপারশপের সামনে ১৮ নভেম্বর তাঁকে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে নেওয়াছবি: রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি-মলদোভান রেবাই জাভি কোগান হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গতকাল রোববার তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা উজবেকিস্তানের নাগরিক বলে আজ সোমবার শনাক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএস জানায়, কর্তৃপক্ষ তিন অপরাধীর পরিচয় পেয়েছে। তাঁরা উজবেকিস্তানের নাগরিক।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রাথমিক তদন্তে’ জানা গেছে, এই তিনজন হলেন ওলিমবয় তোহিরোভিচ (২৮), মাখমুদজন আবদুরাখিম (২৮) ও আজিজবেক কামিলোভিচ (৩৩)।

গত বৃহস্পতিবার বিকেল থেকে কোগান নিখোঁজ ছিলেন। গতকাল রোববার নিরাপত্তা সার্ভিসের লোকজন পারস্য উপসাগরীয় দেশটিতে তাঁর মরদেহ খুঁজে পেয়েছে। তিনি ইহুদি ধর্ম বিশেষজ্ঞ (রেবাই) ছিলেন। এ ছাড়া অন্যতম বৃহৎ ধর্মীয় সংগঠন চাবাদেরও সদস্য ছিলেন তিনি।

মন্ত্রণালয় জানিয়েছে, কেন ও কীভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা বিস্তারিত জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা এই হত্যাকে ইহুদিবিদ্বেষী ‘সন্ত্রাসী’ হামলা বলে উল্লেখ করেছে।

সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে বাহরাইন ও মরক্কোর পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল।

সংযুক্ত আরব আমিরাতে ইহুদি সম্প্রদায়ের কত মানুষ থাকে, তার হিসাব নেই। কিন্তু ইসরায়েলি এক কর্মকর্তা এএফপিকে বলেন, পারস্য উপসাগরীয় এই দেশে প্রায় ২ হাজার ইসরায়েলি বসবাস করেন। তবে ইহুদির সংখ্যা হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে।

আরও পড়ুন