ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সাংবাদিক নিহত

আহমেদ মনসুরছবি: ফেসবুক থেকে নেওয়া

ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। গাজার নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে গতকাল সোমবার হামলা চালায় ইসরায়েল। তাঁবুতে আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন।

এ ঘটনায় আরও দুজন সাংবাদিক নিহত হয়েছেন। তাঁরা হলেন হেলমি আল–ফাকাবি ও ইউসুফ আল–খাজানদার।

আল–ফাকাবি প্যালেস্টাইন টুডে টিভির সাংবাদিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। গতকাল ভোরে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন

এদিকে ফিলিস্তিনের চিকিৎসকেরা জানিয়েছেন, গতকাল দিনভর গাজায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে অন্তত ৬০ জনকে হত্যা করেছে। দের আল–বালাহ এলাকার একটি বাড়িতে হামলায় ৯ জন নিহত হয়েছেন।

অন্যদিকে খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে বোমা হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন

২০২৩ সাল থেকে ইসরায়েলি হামলায় ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাঁদের বেশির ভাগই শিশু ও নারী।

আর পোলিও টিকার অভাবে গাজার ৬ লাখ ২ হাজার শিশু স্থায়ীভাবে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।