কোন ভাষার মানুষ কীভাবে ‘ঈদের শুভেচ্ছা’ জানান

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এসেছে ঈদুল ফিতর। পবিত্র রমজান মাস শেষে শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি এই ঈদ।
বিশ্বজুড়ে ১৯০ কোটি মুসলিম ঈদ উৎসব উদ্‌যাপন করেন, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।

সৌদি আরবে আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

ঈদের দিন মুসলিমরা ঈদের নামাজ পড়েন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ে সবচেয়ে জনপ্রিয় ‘ঈদ মোবারক’। আবার ঈদের শুভেচ্ছা বিনিময়ে ‘ঈদ সা’ইদ’ (খুশির ঈদ) শব্দযুগলও ব্যবহার করা হয়।

তবে দেশে দেশে বিভিন্ন ভাষায় ঈদের শুভেচ্ছা বিনিময়ে আরও বেশ কিছু শব্দের ব্যবহার হয়।

নিচে ১৩টি ভিন্ন ভাষায় যেভাবে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়, তা তুলে ধরা হলো—

  • আরবি ভাষায় ‘ইঈদ মোবারক’

  • অসমিয়া ভাষায় ‘ঈদ মোবারক’

  • বাংলা ভাষায় ‘ঈদ মোবারক’

  • বসনীয় ভাষায় ‘বাইরাম শরিফ মোবারক অলসুন’

  • ইংরেজি ভাষায় ‘ঈদ মুবারাক’

  • ফারসি ভাষায় ‘ঈদে খোদাসেফেরৎ মোবারক বসারা’

  • ফরাসি ভাষায় ‘জে ভ্যু সুইত আঁ জইউস এইদ’

  • হিন্দি ভাষায় ‘ঈদ মুবারক’

  • বাহাসা মালয়েশিয়া ‘সালামত হারি রায়া আইদিল ফিতর’

  • মান্দারিন ভাষায় ‘কাই জা জেয়া কোয়া গোয়া’

  • পশতু ভাষায় ‘আখতারদে মোবারকশাহ’

  • তুর্কি ভাষায় ‘ই বারামোর’

  • উর্দু ভাষায় ‘ঈদ মোবারক’