ইয়েমেন থেকে উড়ে এল ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে বাজল সতর্কতা সাইরেন

ইসরায়েল ছাড়াও লোহিত সাগর ও এর আশপাশের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতিরাফাইল ছবি : এপি

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে আজ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।

ইরান–সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা।