ইয়েমেন থেকে উড়ে এল ক্ষেপণাস্ত্র, ইসরায়েলে বাজল সতর্কতা সাইরেন
ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে আজ মঙ্গলবার ভোরের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে পার হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে পাওয়া যায়নি।
ইরান–সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা।