ফিলিস্তিনি পতাকা খুলে আগুন দেন মাকাবি তেল আবিবের সমর্থকেরা: নেদারল্যান্ডস পুলিশ
নেদারল্যান্ডসের রাজা ভিলেম আলেজান্দার বলেছেন, নেদারল্যান্ডসে ইহুদিরা যাতে নিরাপদ বোধ করেন সে পরিবেশ নিশ্চিত করতে হবে। আমস্টারডামে ইসরায়েলি ফুটবল–সমর্থকদের ওপর হামলার পর তিনি এ কথা বলেন।
নেদারল্যান্ডসের পুলিশপ্রধান পিয়ার হোলা নিশ্চিত করেছেন, ইসরায়েলি ফুটবল–সমর্থক ও ফিলিস্তিনপন্থী—উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। একটি দেয়াল থেকে ফিলিস্তিনি পতাকা খুলে ফেলতে দেখা গেছে মাকাবি তেল আবিব দলের সমর্থকেদের। পরে সেটিতে আগুন ধরিয়ে দেন তাঁরা। পরে একটি ট্যাক্সিতেও হামলা করেন। তবে হামলার রাতের পর নতুন করে এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি।
রাজা ভিলেম আলেজান্দার আরও বলেন, ‘ইতিহাস আমাদের শিখিয়েছে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কীভাবে পরিস্থিতিকে খারাপ থেকে খারাপতর করে তুলতে পারে।’ তাঁর দেশ ‘ইহুদিবিরোধী আচরণ’ কোনোভাবেই ছোট করে দেখতে পারে না বলেও মন্তব্য করেন ডাচ রাজা।
নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ বলেছে, আমস্টারডামে ইউরোপা লীগের একটি খেলা দেখতে আসা ইসরায়েলি ফুটবল–ভক্তদের ওপর হামলা হয়েছে। একদল তরুণ আমস্টারডামের রাস্তায় চোরাগোপ্তা হামলা চালায়।
পুলিশ বলেছে, হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতালে ভর্তি হওয়ার মতো আঘাত পাননি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেদারল্যান্ডসের পুলিশপ্রধান পিয়ার হোলা বলেন, হামলাকারীরা হঠাৎ আক্রমণ করে সটকে পড়ার কৌশল নিয়েছিল। ফলে এসব হামলা ঠেকানো যায়নি।
আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান। দেশটির প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, অপরাধীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।
এ হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের দেশগুলোর নেতারা।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইহুদিদের হত্যার যে ইতিহাস, তারই পুনরাবৃত্তি নেদারল্যান্ডসের এ হামলা।
ইসরায়েলি সমর্থকেরা বিভিন্ন স্থানে আতশবাজি নিক্ষেপ করেছেন বলেও খবর পাওয়া গেছে। একটি ভিডিওতে দেখা গেছে, লিফট দিয়ে নামার সময় আরববিরোধী স্লোগান দিচ্ছেন ইসরায়েলিরা।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরববিদ্বেষী স্লোগান এবং ফিলিস্তিনের পতাকায় আগুন দেওয়ার নিন্দা জানায়। পাশাপাশি নেদারল্যান্ডসে বসবাসরত ফিলিস্তিনি ও আরবদের রক্ষা করতে দেশটির প্রতি আহ্বান জানায়।
রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আমস্টারডামের জাহান ক্রুইফ এরিনাতে গত বৃহস্পতিবার ইসরায়েলের ফুটবল ক্লাব মাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। এই ম্যাচে ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সংঘাতের ঘটনা ঘটে।
এএফপি জানিয়েছে, হামলার শিকার হওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন ইসরায়েলি ফুটবল-সমর্থকেরা। গতকাল একটি উড়োজাহাজ আমস্টারডাম থেকে তাঁদের নিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।