বিজেপির ‘গো ব্যাক অভিষেক’, তৃণমূলের ‘খেলা হবে’

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সোমবার ত্রিপুরা সফরে যান
ফাইল ছবি: এএনআই

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এবার ভারতের ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সমর্থকদের সঙ্গে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে মাঠ গরম করল মমতার দল তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। আজ সোমবার মমতার ভাতিজা তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরে বিজেপি যখন ‘গো ব্যাক অভিষেক’ স্লোগান দেয়, তার পাল্টা হিসেবে তৃণমূলের সমর্থকেরা স্লোগান তোলেন ‘খেলা হবে’।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আজ দুপুরে ত্রিপুরায় সফরে যান। কিন্তু বিমানবন্দর থেকে আগরতলায় প্রবেশের সময় রাজ্যের শাসক দল বিজেপির প্রচণ্ড বাধার মুখে পড়তে হয় অভিষেককে। তাঁর আগমনকে কেন্দ্র করে আগরতলার বিভিন্ন সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। এ সময় ‘গো ব্যাক অভিষেক’ স্লোগান দেন তাঁরা। তবে বসে ছিলেন না তৃণমূল সমর্থকেরাও। তাঁরাও পাল্টা ‘খেলা হবে’ স্লোগান দেন।

বিজেপির সমর্থকেরা অভিষেককে কালো পতাকাও দেখান ত্রিপুরার বিভিন্ন স্থানে। একপর্যায়ে লাঠি দিয়ে অভিষেকের গাড়ির ওপর আঘাত করেন তাঁরা। এসব কাজে বাধা দেওয়ার সময় বিজেপির কর্মীদের সঙ্গে ত্রিপুরা পুলিশের ধস্তাধস্তিও হয়। শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বঘোষিত ত্রিপুরার ঐতিহাসিক ত্রিপুরেশ্বীর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অভিষেক বলেন, এই রাজ্যে গণতন্ত্র নেই, তা তো দেখাই গেল। এবার এ রাজ্যে এর জবাব দেবে ত্রিপুরাবাসী।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের ঘোষণা দেওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, ত্রিপুরার মানুষ অতিথি দেব ভব সংস্কৃতিতে বিশ্বাস করেন। অভিষেক বলেন, ‘তাই তো বলছি, এখন সেই ত্রিপুরায় হামলা। এর বিচার করবে ত্রিপুরার মানুষ।’
আজ ত্রিপুরার কমলা সাগর এলাকার পূর্ব নকুল নগরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

উত্তর–পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরা। ভারতে বাঙালি অধ্যুষিত দ্বিতীয় রাজ্য এটি। রাজ্যটিতে বিধানসভার ৬০টি আসন এবং লোকসভার ২টি আসন রয়েছে। টানা ২০ বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকার পর ২০১৮ সালে তাদের পরাজিত করে রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি। নির্বাচনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টকে হটিয়ে মুখ্যমন্ত্রী হন বিজেপি নেতা বিপ্লব কুমার দেব।

ত্রিপুরার পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৩ সালে। আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ক্ষমতা দখলের জন্য জোর তৎপরতা শুরু করেছে তৃণমূল। বিশেষ করে পশ্চিমবঙ্গ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর ত্রিপুরায় শক্তি সঞ্চারের জন্য ঝাঁপিয়ে পড়ছে মমতার দল। এরই অংশ হিসেবে অভিষেক আগরতলা সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।