পুলওয়ামা-কাণ্ডে চার্জশিট, মাসুদ আজহার অভিযুক্ত
দেড় বছর পর ভারতের পুলওয়ামা-কাণ্ডের চার্জশিট দাখিল হলো। ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় গত বছরের ফেব্রুয়ারি মাসের সেই সন্ত্রাসী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) সেই চার্জশিটে বলেছে, জয়শ-ই-মোহাম্মদ সংগঠনের প্রধান মাওলানা মাসুদ আজহার ও তাঁর ভাই আবদুর রউফ আসগর ওই নাশকতা চালান।
পুলওয়ামা-কাণ্ডের পর জাতিসংঘ ২০১৯ সালের ১ মে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে। চার্জশিটে বলা হয়েছে, পাকিস্তানের উসকানিতেই ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। জম্মুর এক আদালতে মঙ্গলবার ওই চার্জশিট পেশ করা হয় বলে সরকারি সূত্রের খবর।
চার্জশিটে বলা হয়, বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রো গ্লিসারিন ও আরডিএক্স। ওই সব বিস্ফোরক চার মাস ধরে ধাপে ধাপে পাকিস্তান থেকে ভারতে আনা হয়েছিল। নাশকতার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করা হয়েছে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে সাতজন জেইএম জঙ্গিকে গত এক বছরে কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয়।
আরও ৫ জনের নাম রয়েছে চার্জশিটে, যাঁরা কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের গুলিতে বিভিন্ন সময়ে মারা গেছেন। ঘটনার দায় স্বীকার করেছিল জেইএম। এমনকি, আত্মঘাতী জঙ্গির এক ভিডিও-ও তারা প্রচার করেছিল। পুলওয়ামা-কাণ্ডের ঠিক ১২ দিন পর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসীদের ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল।