পশ্চিমবঙ্গ নিয়ে সুর বদল রাজ্য বিজেপির

পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
প্রথম আলো ফাইল ছবি।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গতকাল রোববার ২০ জুন সাড়ম্বরে পালন করেছে ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই দিনই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, তাঁরা অখণ্ড পশ্চিমবঙ্গের পক্ষে।

পশ্চিমবঙ্গ ভেঙে উত্তরবঙ্গ নামে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি তুলেছিলেন বিজেপির একাংশের নেতা-কর্মীরা। দিলীপ ঘোষ বলেন, এই দাবিকে বিজেপি সমর্থন করে না। বিজেপি এখনো অখণ্ড বাংলার পক্ষে।

আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ জন বারলা গত শনিবার এক বৈঠক শেষে দাবি তুলেছিলেন, বঞ্চিত উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ‘উত্তরবঙ্গ’ নামে আলাদা একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার। এর পরদিন, অর্থাৎ রোববারই তা খারিজ করে দিল বিজেপি।

দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গে ভাগ চায় না বিজেপি। সাংসদ জন বারলার দাবিকে সমর্থন করে না দল। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। তবু আজও বিজেপি পশ্চিমবঙ্গকে অবিভক্ত রাখতে চায়।

দিলীপ ঘোষ বলেন, বর্তমান পশ্চিমবঙ্গ সরকার অপশাসন চালাচ্ছে। তবুও আমরা অখণ্ড বাংলার পক্ষে। বঙ্গভঙ্গ হতে দেওয়া হবে না। উত্তরবঙ্গের রায়গঞ্জে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন দিলীপ ঘোষ।

এদিকে বিজেপি গতকাল রাজ্যজুড়ে পালন করেছে পশ্চিমবঙ্গ দিবস। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হওয়ার প্রাক্কালে ২০ জুন তৎকালীন পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, দেশভাগ হলে পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের সঙ্গে থাকবে। এ সিদ্ধান্ত গ্রহণের মুখ্য ভূমিকায় ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই দিনকে স্মরণ করে এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানাতে বিজেপি পালন করে আসছে পশ্চিমবঙ্গ দিবস।

পশ্চিমবঙ্গ দিবস পালনে কলকাতার মুরলী ধর সেন লেনে বিজেপির দপ্তরে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এ অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ও দলের ১৯ বিধায়ক।

সভায় শুভেন্দু অধিকারী বলেন, আজকের দিনে এ কথা বলতে হচ্ছে, এখন পর্যন্ত এ রাজ্যে যত সরকার এসেছে, তারা কেউ পালন করেনি পশ্চিমবঙ্গ দিবস। অথচ বিহার দিবস, ওড়িশা দিবস পালন করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে।

আর এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল বলেছে, একুশের ভোটে সোনার বাংলা গড়ার স্বপ্ন চুরমার হয়ে গেছে বিজেপির। এবার পশ্চিমবঙ্গে নিজেদের প্রাসঙ্গিকতা প্রতিষ্ঠা করতে হিন্দু আবেগে আবার উসকানি দিতেই এ কর্মসূচি পালন করছে রাজ্য বিজেপি।

শ্যামাপ্রসাদ কারও একার নয়। তাই আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস পালনের কোনো অর্থ নেই। এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, যাঁরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মিলিয়ে বাংলা ভাগ করেছেন, তাঁদের কথা শুনে কেন অন্যেরা দিনটি পালন করবেন? তিনি বিজেপির বিরুদ্ধে ইতিহাসকে বিকৃত করার অভিযোগও তুলেছেন।