দুই বাংলাদেশিকে গাড়িচাপায় হত্যায় রেস্তোরাঁমালিক গ্রেপ্তার
কলকাতায় গত আগস্টে গাড়িচাপায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনার মামলায় জনপ্রিয় রেস্তোরাঁ আরসালানের মালিক আকতার পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে কলকাতার পার্ক সার্কাসের একটি পানশালায় জুয়ার আসর থেকে আকতার পারভেজকে গ্রেপ্তার করা হয়।
একই মামলায় আগেই আরসালানের মালিকের দুই ছেলে রাঘিব আরসালান ও আরসালান পারভেজ এবং মালিকের শ্যালক মহম্মদ হামজা গ্রেপ্তার হন। গত ১৮ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তাঁরা তিনজনই এখন কারাগারে আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে পার্ক সার্কাসের একটি পানশালা থেকে আকতার পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি জুয়া খেলছিলেন। জুয়ার কোট থেকে জব্দ করা হয় লক্ষাধিক রুপি।
গত আগস্টের মাঝামাঝি বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে ও চিকিৎসা করাতে এসেছিলেন তিন বন্ধু। উঠেছিলেন কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে। ১৭ আগস্ট রাতে খাবার খেতে তাঁরা হোটেল থেকে বের হন। খাবার খেয়ে ফেরার পথে তাঁরা বৃষ্টিতে আটকা পড়েন। তখন আশ্রয় নেন পুলিশ কিয়স্কের নিচে। এ সময় একটি জাগুয়ার গাড়ি হঠাৎ এসে চাপা দেয় তাঁদের। ঘটনাস্থলেই দুজন মারা যান। আরেকজন সামান্য আহত হন।
নিহত দুজন হলেন কাজী মুহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম ওরফে তানিয়া (৩০)। আহত হন কাজী সফি রহমতউল্লাহ।
দুর্ঘটনার পরপর জাগুয়ারের চালক গাড়ি ফেলে পালিয়ে যান। প্রথমে ধারণা করা হয় গাড়িটি জনপ্রিয় রেস্তোরাঁ আরসালানের মালিক আকতার পারভেজের ছোট ছেলে পারভেজ আরসালান চালাচ্ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি নন, গাড়িটি চালাচ্ছিলেন তাঁর বড় ভাই রাঘিব আরসালান। পরে পুলিশ এই মামলায় রাঘিব আরসালান ও তাঁর মামা মহম্মদ হামজাকে গ্রেপ্তার করে।