খাগড়াগড় বিস্ফোরণ: দোষী সাব্যস্ত ১৯ জনের চারজন বাংলাদেশি
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশিসহ ১৯ জনকে অভিযুক্ত করেছেন আদালত। গত বুধবার ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত এ রায় দেন। আজ শুক্রবার অভিযুক্ত ব্যক্তিদের সাজা ঘোষণা করা হবে।
এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ বলেন, দোষী সাব্যস্ত ১৯ জনই আদালতে দোষ স্বীকার করেছেন। শুক্রবার আদালত তাঁদের সাজা ঘোষণা করবেন। এ মামলায় সর্বোচ্চ সাজা হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। এ ছাড়া বাংলাদেশের চার নাগরিক ‘বিদেশি আইনেও’ দোষী সাব্যস্ত হয়েছেন।
বর্ধমান জেলার খাগড়াগড়ে ২০১৪ সালের ২ অক্টোবর একটি দ্বিতল ভবনে বিস্ফোরণে দুজন নিহত হন। এ ঘটনার পরই জানা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ওই বাড়িটি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কারখানা হিসেবে ব্যবহার করছিল।