এবার ‘জঙ্গলমহল’ রাজ্য করার দাবি পশ্চিমবঙ্গ বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘উত্তরবঙ্গ’ নামে একটি রাজ্য করার দাবি জানিয়েছিলেন রাজ্য বিজেপির এক নেতা। সেই দাবি খারিজ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এবার দলটির আরেক নেতা দাবি তুলেছেন রাজ্যের বঞ্চিত জঙ্গলমহলকে নিয়ে নতুন রাজ্য ‘জঙ্গলমহল’ গড়ার।

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর আসনের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ গতকাল সোমবার এ দাবি তুলেছেন। এ রাজ্যে জঙ্গলমহল বলতে বোঝায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ জঙ্গলমহলকে। এই জঙ্গলমহল অনুন্নত এলাকা।

সৌমিত্র খাঁ দাবি তুলেছেন, মণিপুর, মিজোরাম ছোট রাজ্য হিসেবে উন্নয়ন করছে। কেন তবে উন্নয়নের জন্য জঙ্গলমহল রাজ্য হবে না?

সৌমিত্র খাঁ বলেন, ‘চিরকাল জঙ্গলমহলের মানুষ বঞ্চিত হয়ে আসছে। এখন তো কলকাতাসংলগ্ন এলাকার বিধায়কদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। তাঁরাই সারা রাজ্য চালান। তাই আজ জঙ্গলমহলের উন্নয়নের জন্য পৃথক রাজ্য চাই।’ তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের নেতাদের বহিরাগত বলেন। দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও বহিরাগত বলেন। এরপর দেখা যাবে, একদিন জঙ্গলমহলের বাসিন্দাদের বহিরাগত বলছেন। তাই আমরা দাবি করেছি, আমাদের আলাদা রাজ্য করে দিন, মুখ্যমন্ত্রী মমতা।’

সৌমিত্র খাঁ বলেন, রাজ্যের উত্তরবঙ্গ যেভাবে বঞ্চিত, তাতে সাংসদ জন বারলার উত্তরবঙ্গ রাজ্য গড়ার দাবিকে ভুল বলা যাবে না।

যদিও সৌমিত্র খাঁর দাবি গতকালই খারিজ করে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গকে আমরা একটা রাজ্য হিসেবেই দেখি।’ তিনি আরও বলেন, রাজ্যে উন্নয়ন আর পরিবর্তনের জন্য বিজেপি কাজ করে যাচ্ছে। তাই সৌমিত্রর দাবির সঙ্গে দলের কোনো যোগ নেই।

এদিকে কংগ্রেস এবং বাম দলের নেতারাও বলেছেন, তাঁরা অখণ্ড পশ্চিমবঙ্গ চান। কোনোভাবেই পশ্চিমবঙ্গ ভাগ হতে দেবেন না তাঁরা।