ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজন প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। তাঁকে জেরা করা হবে। সিবিআই মনে করছে, ওই ব্যক্তির দেওয়া তথ্যে চিকিৎসককে ধর্ষণ-হত্যার তদন্তের জট খুলতে পারে।
সিবিআই সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, ওই প্রত্যক্ষদর্শী আর জি কর হাসপাতালের চতুর্থ শ্রেণির একজন কর্মী। ঘটনার রাতে তিনি হাসপাতালটির সেমিনার কক্ষের দায়িত্বে ছিলেন। তিনি বলেছেন, ওই রাতে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে সেমিনার কক্ষে ঢুকতে দেখেছেন তিনি। সন্দেহভাজন হিসেবে আগেই সঞ্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এখন সিবিআই ওই প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করার প্রস্তুতি নিয়েছে। সিবিআই মনে করছে, ওই প্রত্যক্ষদর্শীর বয়ানের মাধ্যমে এ হত্যাকাণ্ডের জট খুলতে পারে।
এদিকে আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ–হত্যার ঘটনায় বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল ছিল কলকাতা। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের দাবিতে মিছিল করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা। খিদিরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরাও প্রতিবাদ মিছিল করেছেন।