মমতার হুঁশিয়ারি: ‘বহিরাগতদের’ বাংলা দখল করতে দেওয়া হবে না

জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ছবি: ভাস্কর মুখার্জি।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে বহিরাগতদের ভোটার করার পাঁয়তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক জনসভায় নেতা-কর্মীদের প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ আহ্বান জানান। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আয়ু আর মাত্র দুই থেকে তিন বছর বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় মমতা বলেন, ভোটের আগে ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। ওরা ভোটার কারসাজি করে তালিকা বহিরাগতদের ঢোকাতে চায়। হরিয়ানা-গুজরাটের মানুষের নাম ঢোকানোর পাঁয়তারা চলছে। সজাগ থাকুন।

মমতার শঙ্কা, একটি সংস্থা বসিয়ে অনলাইনে ভোটার তালিকা নিয়ে কারসাজি করতে পারে বিজেপি। তাই সব কর্মকর্তার (অপারেটর) প্রতি লক্ষ্য রাখুন। হাতেনাতে ধরবেন।  
অন্যদিকে বিজেপির আয়ু মাত্র দুই থেকে তিন বছর উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে বিজেপি শেষ হয়ে যাবে। মানুষ আর বিজেপিকে চাইবে না।  

মমতা বলেন, কেবল ভোট এলেই বিজেপি তৃণমূলের কাকে কাকে চোর বলবে, তা মনে পড়ে? কারণ, ওদের টাকার জোর, সংস্থার জোর। ভোট যত এগিয়ে আসতে থাকবে, সংস্থার তৎপরতা তত বাড়তে থাকবে।

সভায় মমতার ভাইপো ও সংসদ সদস্য এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২৬ সালের নির্বাচনে আমাদের আরও বেশি আসনে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করতে হবে। ২০২১ সালের নির্বাচনে আমরা ২১৪টি আসনে জিতেছিলাম। এবার আরও বেশি আসনে জিততে হবে।

বিজেপির চক্রব্যূহ ভাঙার আহ্বান জানিয়ে অভিষেক বলেন, বিজেপি তো গত বছরের লোকসভা নির্বাচনে ১৮ থেকে কমে ১২টি আসনে জিতেছিল। এবার আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনেও ওদের ভরাডুবি হবে। ওরা বাংলাকে কলুষিত করার চক্রান্তে মেতেছে। বাইরে প্রচার করছে অভিষেক বিজেপিতে যোগ দিচ্ছেন, আবার কখনো বলছে অভিষেক নতুন দল গড়ছেন? এসব প্রচারে বিভ্রান্ত হবেন না।

নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন জানিয়ে তৃণমূলের এই সংসদ সদস্য বলেন, বেইমান মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীকে আমি চিহ্নিত করে দল থেকে তাড়িয়েছি। এখন যারা বেইমানি করবে, তাদেরও শনাক্ত করে দল থেকে তাড়ানো হবে।