আর জি কর ধর্ষণ-হত্যাকাণ্ড: নানা প্রতিবাদ কর্মসূচিতে কলকাতায় উত্তেজনার পারদ তুঙ্গে
আর জি কর হাসপাতালে এক নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ড ঘিরে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। আন্দোলনকারী চিকিৎসকদের ১০ দফা দাবি মেনে নিতে দিকে দিকে দাবি উঠেছে।
এই ধর্ষণ-হত্যাকাণ্ডের তদন্ত করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) একজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সে কারণে সিবিআইয়ের তদন্তে আস্থা রাখতে পারছে না চিকিৎসক সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষও।
আন্দোলনকারী চিকিৎসকেরা মনে করেন, এত বড় একটা ধর্ষণ ও হত্যাকাণ্ড একজন ঘটাতে পারে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও ব্যক্তি জড়িত। তাদেরও খুঁজে বের করতে হবে।
এ পরিস্থিতিতে নতুন পদক্ষেপ গ্রহণের জন্য চিকিৎসকেরা আজ পশ্চিমবঙ্গের রাজ্যপালের দপ্তর ও বাসভবন ‘রাজভবন’ অভিমুখে মিছিল নিয়ে যান। এতে হাজারো মানুষ অংশ নেন। তাঁদের ‘বিচার যখন প্রহসন, লড়াই তখন আমরণ’ স্লোগান দিতে শোনা যায়।
মিছিলটি পুলিশ রাজভবনের অদূরে আটকে দেয়। এরপর আন্দোলনকারীদের পাঁচ প্রতিনিধিকে রাজভবন প্রবেশের অনুমতি দেয়। বাকি জুনিয়র চিকিৎসকেরা রাজভবনের সামনে বসে পড়েন। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত রাজ্যপালের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠকের ফলাফল জানা যায়নি।
আজ দুপুরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থে ১২টি চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করেছেন। বৈঠকে প্রতিটি সংগঠনের ২ জন করে প্রতিনিধি যোগ দেন। এতে চিকিৎসকদের ১০ দফা নিয়ে আলোচনা হয়। কিন্তু বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত আসেনি।
বৈঠক শেষে চিকিৎসক প্রতিনিধিরা বলেন, তাঁরা এই বৈঠক নিয়ে হতাশ। কোনো সমাধানের পথ খোলেনি। জুনিয়র চিকিৎসকদের ১০ দফা দাবি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আশ্বাস দেওয়া হলেও তাতে ভরসা রাখতে পারছেন না।
এদিকে আর জি কর–কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল মঙ্গলবার। সেই শুনানির ফলাফল কী হয়, তা নিয়ে রাজ্যবাসীর মধ্যে আগ্রহ রয়েছে।
এমন একটি আবহে কাল কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূজা কার্নিভ্যাল। এতে কলকাতাসহ রাজ্যের সেরা ১০৮টি পূজামণ্ডপের প্রতিমা জড়ো করা হবে। বিকেল ৪টায় ধর্মতলার পাশে রেড রোডে শুরু হবে এই দুর্গা কার্নিভ্যাল। বিভিন্ন ক্লাবের দুর্গা প্রতিমা বিশেষ ট্যাবলোয় সাজিয়ে রেড রোডে মিছিল করে প্রদর্শিত হবে। সঙ্গে থাকবে প্রতিটি ট্যাবলো ঘিরে ওই সব ক্লাবের শিল্পীদের নাচ, গান ও অভিনয়।
পাশাপাশি কলকাতার চিকিৎসকদের ৮টি সংগঠন নিয়ে গড়া চিকিৎসকদের যৌথ মঞ্চ কাল বিকেল চারটায় রেড রোডের পাশে রানী রাসমণি অ্যাভিনিউয়ে বিকেল ৪টায় ‘দ্রোহ কার্নিভ্যালের’ ডাক দিয়েছে। রাজ্য সরকার এই দ্রোহ কার্নিভ্যাল বন্ধের আহ্বান জানালেও তাতে সায় দেননি চিকিৎসকেরা।
অনশন চলছে
কলকাতার ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশন আজ ১০ দিনে পড়েছে। আর জি কর–কাণ্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা অনশন করছেন। তিন দফায় এই অনশনে অংশ নেন কলকাতা ও উত্তরবঙ্গের মেডিকেল কলেজের ১১ জন জুনিয়র চিকিৎসক। এর মধ্যে গতকাল পর্যন্ত ৪ অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিরা এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে আজ থেকে দুই দিনের জন্য কলকাতার ৩০টি বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা আংশিক কর্মবিরতি শুরু করেছেন। ঘোষণা দিয়েছেন, তাঁরা শুধু জরুরি বিভাগ সচল রাখবেন। অন্য বিভাগে কর্মবিরতি চলবে।
আজ কলকাতার ৩০ বিশিষ্ট নাগরিক আর জি কর সমস্যার দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছেন। বিশিষ্ট নাগরিকের মধ্যে রয়েছেন অপর্ণা সেন, বোলান গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অভীক মুখোপাধ্যায় প্রমুখ।
ভারতের চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) আগামীকাল দেশজুড়ে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ১২ ঘণ্টা প্রতীকী অনশনের ডাক দিয়েছে।