পেট থেকে বের হলো তোয়ালে

অস্ত্রোপচারছবি: পেক্সেলস

অস্ত্রোপচারের মধ্য দিয়ে সন্তান জন্মদানের পর বাড়ি ফিরে আসেন এক নারী। কিন্তু দিন দিন তাঁর অবস্থা খারাপ হতে থাকে। পেটে ব্যথা বাড়তেই থাকে। পরে ভর্তি করা হয় আরেকটি হাসপাতালে। সেখানে আবারও তাঁর অস্ত্রোপচার করা হয়। পেট থেকে বের করা হয় তোয়ালে।

ভারতের আলিগড় জিটি রোডে শিব মাহিমা হাসপাতালে ঘটে এ ঘটনা বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়।

বিকাশ কুমারের স্ত্রী সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে যমজ সন্তানের জন্ম দেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা খামখেয়ালিবশত একটি তোয়ালে তাঁর পেটের ভেতর রেখেই সেলাই করে ফেলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ২৮ বছর বয়সী ওই নারীর পেটে ব্যথা হতে থাকে। বিষয়টি জানানোর পরও চিকিৎসক তেমন গা করেননি। উল্টো তাঁকে কিছু ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে চিন্তা না করতে বলেন। কিন্তু দিন দিন ওই নারীর অবস্থা খারাপ হতেই থাকে। পরে তাঁকে অন্য হাসপাতালে নিয়ে গেলে ঘটনাটি ধরা পড়ে।

গত সপ্তাহে দ্বিতীয় অস্ত্রোপচারের ঘটনাটি ঘটে। এরপর পরিবারটি ক্ষোভে ফেটে পড়ে। বিকাশ হাসপাতালটির বিরুদ্ধে গুরুতর অবহেলার অভিযোগ তুলেছেন। বলেছেন, চিকিৎসকেরা তাঁদের উদ্বেগ উপেক্ষা করে শুধু ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে তাঁর স্ত্রীর জীবনকে ঝুঁকির মুখে ফেলেছেন। স্বাস্থ্য বিভাগ দ্রুত ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

বিকাশ বলেন, ‘পেট থেকে তোয়ালে বের করে আনার ভিডিও আমি স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছি। আমার স্ত্রী এখনো অসুস্থ, তাঁর পেটে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আমরা ওই হাসপাতাল ও চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আলিগড়ের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিরাজ তেয়াগি বলেন, অস্ত্রোপচারের সময় অবহেলা হয়েছে, এমন অভিযোগ আমরা পেয়েছি। পাশাপাশি অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’