জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় এক চিকিৎসকসহ নিহত ৭
জম্মু ও কাশ্মীরের গান্ধারবাল জেলায় একটি নির্মাণক্ষেত্রে গতকাল রোববার রাতে জঙ্গি হামলায় ছয় নির্মাণশ্রমিক এবং একজন চিকিৎসক নিহত হয়েছেন।
জঙ্গিরা একটি বেসরকারি কোম্পানির কর্মীদের থাকার জায়গায় এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাঁরা সেখানে একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ করছিলেন।
রোববার রাতের ওই হামলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। হামলাকারীদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় এবং বাইরে থেকে আসা শ্রমিকেরা ওই নির্মাণক্ষেত্রে কাজ করছিলেন। অন্তত দুজন জঙ্গি এলোপাতাড়ি গুলি ছুড়েছে।
হামলায় নিহত চিকিৎসকের নাম ডা. শাহনওয়াজ। তিনি কাশ্মীরের বাধগামের বাসিন্দা ছিলেন।
নিহত অন্যরা হলেন পাঞ্জাবের গুরমিত সিংহ, মোহাম্মদ হানিফ, ফাহিম নাসির, বিহারের কলিম, মধ্যপ্রদেশের মেকানিক্যাল ম্যানেজার অনিল কুমার শুক্লা এবং জম্মুর শশী আবরোল।
হামলাকারীরা একটি আইএনএসএএস রাইফেল ঘটনাস্থলে ফেলে গেছে। তারা হামলার সময় কোম্পানির দুটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পুলিশ গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থলে যেতে দিচ্ছে না।