পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে ছয় আসনেই জয়ের পথে তৃণমূল

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ছবি: এএনআই

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারি মেডিকেল কলেজে এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে মাস তিনেক আগে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। কিন্তু পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফলে তার কোনো প্রভাব দেখা গেল না আজ শনিবার। যদিও এই নির্বাচনের কোনোটিই কলকাতায় হয়নি, হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ছয় আসনের উপনির্বাচনে তিনটিতে আজ শনিবার দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলকে জয়ী ঘোষণা করা হয়েছে। বাকি তিন আসনেও ভালোভাবে এগিয়ে রয়েছে দলটি। যে তিন আসনে তারা ইতিমধ্যেই জয়ী হয়েছে, সেগুলো হলো উত্তরবঙ্গের সিতাই ও মাদারিহাট। দক্ষিণবঙ্গে তারা জিতেছে নৈহাটিতে। আর এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গের হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা আসনে।

ফলাফলের গতিবিধি দেখে ধরে নেওয়া যেতে পারে, সব কটিতেই শেষ পর্যন্ত জিততে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল, হেরেছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে।

২০২১ সালে ওই আসনে জিতেছিলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা মনোজ টিগ্গা। তিনি ২০২৪ সালের জুনে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জিতে লোকসভায় চলে গেলে ওই আসনে উপনির্বাচন হয়েছিল। এবার সেই উপনির্বাচনে ইতিমধ্যেই জিতে গেছে তৃণমূল কংগ্রেস। টিগ্গা অবশ্য বলেছেন, ভোটারদের ওপরে পুলিশ চাপ দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেছেন তিনি।