নীতীশ-নাইডুকে নিয়ে কী ভাবছে ‘ইন্ডিয়া’ জোট
ভারতের বিরোধী ‘ইন্ডিয়া’ জোট নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর জন্য দরজা খোলা রাখবে।
গতকাল বুধবার বিকেলে নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে নেতারা এই মত দিয়েছেন।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ভোট ৪ জুন গণনা করা হয়। ক্ষমতাসীন বিজেপি এককভাবে ২৪০ আসন পেয়েছে। সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন। ফলে দলটি এককভাবে সরকার গঠন করতে পারছে না।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৩ আসন পেয়েছে। জোট সরকার গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, নতুন সরকার শপথ নেবে ৮ জুন।
অন্যদিকে বিরোধী কংগ্রেস পেয়েছে ৯৯ আসন। কংগ্রেসের ‘ইন্ডিয়া’ জোট পেয়েছে ২৩৩ আসন।
গতকাল ‘ইন্ডিয়া’ জোটের প্রায় দুই ঘণ্টার বৈঠকে ২১টি দলের ৩৩ জন নেতা অংশ নেন।
বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা এই মতামত ব্যক্ত করেন যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের জনতা দল (সংযুক্ত-জেডিইউ) ও অন্ধ্র প্রদেশের নাইডুর তেলেগু দেশম পার্টির (টিডিপি) জন্য দরজা খোলা রাখা উচিত। সঠিক সুযোগের জন্য ‘ইন্ডিয়া’জোট অপেক্ষায় থাকবে।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দুই প্রধান শরিক নীতীশের জেডিইউ ও নাইডুর টিডিপি।
লোকসভা নির্বাচনের ফলাফলকে প্রধানমন্ত্রী মোদি সরকারের বিরুদ্ধে জনতার রায় (ম্যান্ডেট) বলে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে অভিহিত করা হয়।
‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে একটি যৌথ প্রস্তাব গৃহীত হয়। তারা বলেছে, বিজেপি সরকার দ্বারা শাসিত না হওয়ার ব্যাপারে জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।