আমি সব সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকব: নীতীশ কুমার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দল ইউনাইটেডের (জেডি-ইউ) প্রধান নীতীশ কুমার। তিনি বলেছেন, ‘আমি সব সময় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে থাকব।’
আজ শুক্রবার বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে নির্বাচিত লোকসভার সদস্যদের নিয়ে বৈঠকে এ কথা বলেন নীতীশ কুমার। তাঁর দল জেডি-ইউ এই জোটের সদস্য। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই জোট সরকার গঠনের জন্য তাদের নীতীশ কুমার এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডুর ওপর নির্ভর করতে হচ্ছে।
বৈঠকে বক্তব্যে বিরোধীদের সমালোচনা করে নীতীশ কুমার বলেন, ‘বিরোধী জোট দেশের জন্য কিছুই করেনি। আমি সব সময় প্রধানমন্ত্রীর সঙ্গে থাকব।’
ভবিষ্যতেও নির্বাচনে এনডিএ জোট সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নীতীশ কুমার। তিনি বলেন, ‘পরেরবার আপনি যখন আসবেন, এদিকে-ওদিকে যেসব দল এবারের নির্বাচনে জয় পেয়েছে, তারা সবাই হেরে যাবে। আমাদের এ ব্যাপারে পুরো ভরসা আছে।’
এ সময় মোদির প্রতি নিজের দলের সমর্থনের বিষয়টি উল্লেখ করে জেডি-ইউর প্রধান বলেন, ‘আমাদের দল জেডি-ইউ প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদিকে সমর্থন দিচ্ছে। এটি অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি বিগত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী আছেন, আর আবার প্রধানমন্ত্রী হবেন। তিনি দেশের সেবা করেছেন। যেটুকু বাকি আছে, তা এবার শেষ করবেন। আমরা তাঁর সঙ্গে আছি।’
কেন্দ্রে সরকার গঠনের জন্য লোকসভায় ২৭২ আসনের প্রয়োজন হয়। তবে বিজেপি পেয়েছে ২৪০ আসন। নীতীশের দল জেডি-ইউ পেয়েছে ১২ আসন। অপরদিকে এনডিএ জোটের আরেক সদস্য চন্দ্রবাবু নাইডুর টিডিপি পেয়েছে ১৬ আসন। তিনি নরেন্দ্র মোদির প্রতি সমর্থন জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।