নীতীশ ও নাইডু সবার বন্ধু, মোদির জোট সরকার টিকবে না: সঞ্জয় রাউত
শিবসেনা (উদ্ভব ঠাকরে) নেতা সঞ্জয় রাউত বলেছেন, এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা যদি সরকার গঠন করার চেষ্টা করে, সে সরকার টিকবে না।
আজ বুধবার নতুন সরকার গঠন করার বিষয়ে প্রস্তাব পাস করতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের নেতাদের বৈঠকের আগে সঞ্জয় রাউত এসব কথা বলেন। তাঁর দল এ জোটের অন্যতম শরিক।
সঞ্জয় রাউত বলেন, ‘বিজেপি কি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে? তাদের আসনসংখ্যা গিয়ে ঠেকেছে ২৩৭ থেকে ২৪০–এ। আমি বিশ্বাস করি, মোদিজি ও তাঁর দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতাই নেই। কিন্ত এরপরও বিজেপি মোদির সরকার, মোদির সরকার বলে বেড়াচ্ছে। বিজেপি দেশকে একটা নাজুক সরকার দিতে চায়। বিজেপি যদি সরকার গঠন করার চেষ্টা করে, তাহলে সেই সরকার টিকবে না।’
বিজেপি এবার ২৪০টি আসন পেয়েছে। সরকার গঠনে দরকার ২৭২টি আসন। বিজেপি এককভাবে সরকার গঠন করতে পারবে না। সরকার গঠনের জন্য জোটের ওপর নির্ভর করতে হবে দলটিকে। এবার জোট সরকার গঠন করতে হলে বিজেপির ভরসা ক্ষমতাসীন জোট এনডিএর প্রধান দুই শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডি–ইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি।
ইন্ডিয়া জোটও সরকার গঠন করার চেষ্টা চালাচ্ছে। জোটের পক্ষ থেকে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগও চলছে বলে ইঙ্গিত দিয়েছেন সঞ্জয় রাউত। নীতীশ ও চন্দ্রবাবু যাতে বিজেপিকে সমর্থন না দেন, সে চেষ্টাও চালাচ্ছে ইন্ডিয়া জোট। সঞ্জয় রাউত বলেন, ‘নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডু সবার বন্ধু। আমার মনে হয় না গণতন্ত্র ও সংবিধানের জন্য হুমকি এমন কাউকে তাঁরা সমর্থন দেবেন।’
গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এরপর আজ বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদি। নতুন সরকার গঠনে তিনি মন্ত্রিসভার সদস্যসহ নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মোদির মন্ত্রিসভাকে কাজ চালিয়ে যেতে বলেছেন রাষ্ট্রপতি।